Monday, August 25, 2025

ফের জয় পেলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।প্রতিপক্ষ নিক্কি হ্যালের বিরুদ্ধে জয় পেয়েছেন তিনি। ‘রিপাবলিকান ককাস’-এ প্রাথমিক নির্বাচনে মিচিগান, মিসৌরি এবং ইডাহো প্রদেশে নিক্কির বিরুদ্ধে জয়ী হয়েছেন ট্রাম্প। এই জয়ের ফলে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার এক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প। নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেমোক্রেটিক দলের তরফে ভোটে দাঁড়াবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর প্রতিপক্ষ হিসাবে রিপাবলিকানদের পক্ষ থেকে লড়াইয়ে শামিল হওয়ার জন্য ট্রাম্প এবং নিক্কির মধ্যে ভোটাভুটি চলছে। শনিবার মিচিগানে ৯৮ শতাংশ ভোট পেয়েছেন। ট্রাম্পের প্রাপ্ত ভোটের সংখ্যা ১৫৭৫। নিক্কি পেয়েছেন মাত্র ৩৬টি ভোট।মিশিগানের পশ্চিমের শহর গ্র্যান্ড র‍্যাপিডসে প্রেসিডেনশিয়াল ককাসে অংশ নেন রিপাবলিকান দলের ১ হাজার ৬ শয়ের বেশি ভোটার।

তিন প্রদেশেই ট্রাম্প সহজে জয় পেয়েছেন। আগামী ৫ মার্চ আমেরিকার ১৫টি প্রদেশে রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচন রয়েছে। সেই ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করছে। ওই দিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াইয়ে ট্রাম্পের পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে যাবে। এর আগে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাডা, দক্ষিণ ক্যারোলিনার মতো প্রদেশে জয় পেয়েছেন ট্রাম্প। যদিও দক্ষিণ ক্যারোলিনা নিক্কির ‘ঘরের মাঠ’। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত তিনি ওই প্রদেশের গভর্নর হিসাবে যথেষ্ট জনপ্রিয়তাও অর্জন করেছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ককাসে সেই দক্ষিণ ক্যারোলিনাতেও ট্রাম্পের কাছে নিক্কি হেরে গিয়েছেন।

ট্রাম্পের এF জয়কে মিশিগান রিপাবলিকান পার্টির চেয়ার পিট হোয়েকস্ট্রা ‘অপ্রতিরোধ্য, প্রভাবশালী’ বলে আখ্যা দিয়েছেন।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version