Monday, December 1, 2025

অষ্টম বারের সমন এড়ালেও ইডির মুখোমুখি হতে কবে রাজি তা জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। ৪ মার্চ ইডির তলব এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল। এবার তলব এড়ালেও সোমবার তিনি জানান, আগামী ১২ মার্চের পর ইডির প্রশ্নের উত্তর দিতে রাজি তিনি।

কেজরিওয়াল জানান, তিনি ইডির প্রশ্নের উত্তর দিতে তৈরি তবে ভার্চুয়ালি। ১২ মার্চের পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হবেন। পাশাপাশি তিনি ইডির মুখোমুখি হতে রাজি হলেও, এই সমন ফের “বেআইনি” বলেও সরব হন কেজরিওয়াল। এ প্রসঙ্গে ইডি-র তরফে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে সশরীরে হাজিরা দিতেই হবে। ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত আম আদমি পার্টির দুই নেতা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং তিহাড় জেলে রওয়েছেন। অভিযোগ, দিল্লি সরকারের ২০২১-২২ সালের আবগারি নীতি বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা করে দিচ্ছিল। এই নীতি প্রণয়নের জন্য যাঁরা ঘুষ দিয়েছিলেন, তাঁদের সুবিধা করে দেওয়া হচ্ছিল। আপ সরকার সেই অভিযোগ অস্বীকার করে। তবে এই নীতি পরে খারিজ করা হয়।

 

Related articles

SSC রায়: সুপ্রিম কোর্টে পুণর্বিবেচনার আর্জি খারিজ

রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ফের সুপ্রিম কোর্টে রায় পুণর্বিবেচনার আর্জি। প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে এসএসসি নিয়োগ...

টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনে আন্তর্জাতিক কম্পিউটার ভিশন সিম্পোজিয়াম ISICVA 2025

টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ সফলভাবে আয়োজন করল ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন ইনোভেশনস ইন কম্পিউটার...

পিকনিকের মরশুমে সুখবর: কমল বাণিজ্যিক গ্যাসের দাম

বছরের শেষের মাসের শুরুতেই কমল বাণিজ্যিক গ্যাসের দাম। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের (commercial gas) নতুন দাম ঘোষণা করেছে...

এখানে স্লোগান নয়: শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের কণ্ঠরোধের ‘হুমকি’ মোদির!

বিহার নির্বাচনের অজুহাত দিয়ে বিরোধী দলগুলির মুখবন্ধ করার পন্থা যে স্বৈরাচারী মোদি সরকার বরাবর নিয়ে আসে, তার ব্যতিক্রম...
Exit mobile version