Wednesday, August 27, 2025

সৌজন্যে বিদ্যুৎ মন্ত্রী! এবার রাস্তার আলোয় নয়, বাড়ির আলোয় পড়বে নবদ্বীপের প্রিয়াঙ্কা

Date:

Share post:

ছোট্ট এক চিলতে ঘর। বিদ্যুৎ নেই। নুন আনতে পান্তা ফুরনো সংসার। মা- মূক ও বধির। মেধাবী মেয়েটির লেখাপড়ার ভরসা ছিল একমাত্র রাস্তার আলো। নবদ্বীপের বাসিন্দা প্রিয়াঙ্কা ঘোষ(১০)-এর সমস্যার কথা জানতে পারেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। শোনামাত্রই ব্যবস্থা নেন মানবিক মন্ত্রী। তিন ঘণ্টার মধ্যেই ওই বাড়িটিতে বিদ্যুৎ পৌঁছানোর নির্দেশ দেন তিনি। ক্রমাগত বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কাজের তদারকির খবর নিতে থাকেন, এবং বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ছবিও তাকে পাঠানোর নির্দেশ দেন মন্ত্রী। ৩ ঘন্টার মধ্যেই নবদ্বীপ পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই প্রিয়াঙ্কা ঘোষের বাড়িতে জ্বলে ওঠে আলো। বসানো হয় বৈদ্যুতিন মিটার।

বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হওয়ার পর মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকার পথ দেখিয়েছেন। আমাদের দায়িত্ব দিয়েছেন নির্দিষ্ট সমস্যা সমাধানের। দুঃস্থ মেধাবী পড়ুয়ার বাড়িতে বিদ্যুৎ নেই খবর পেয়েই তাই ব্যবস্থা নিয়েছি। এটা আমার কর্তব্য। তিনি আরও বলেন, রাজ্যের কোনও মানুষের বিদ্যুতের সমস্যা হলে যেন অবিলম্বে তাঁকে জানানো হয়। জানানো হলে তক্ষুণি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেয়ে ছোট্ট মেয়েটি ধন্যবাদ জানিয়েছে মন্ত্রীকে। আলো জ্বালিয়ে বই হাতে সে বলে, আর রাস্তার আলোয় পড়তে হবে না।

আরও পড়ুন- পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে এবার নয়া অ.স্ত্র প্রয়োগের ভাবনা রুশ প্রেসিডেন্ট পুতিনের

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...