Sunday, May 4, 2025

বাংলার অনুকরণে এবার দিল্লিতেও লক্ষ্মীর ভাণ্ডার, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

Date:

Share post:

কথায় বলে বাংলা আজ যা করে গোটা ভারত কাল তা করে। দেশের এই রাজ্য থেকেই মহিলা ক্ষমতায়নের ওপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিজেপি সরকার উন্নয়নের মাপকাঠি হিসাবে প্রথমবার মহিলা ক্ষমতায়নকে স্বীকৃতি দিয়েছে। আর গোটা দেশে বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে প্রথম মধ্যপ্রদেশ লক্ষ্মীর ভাণ্ডারের মতো পথপ্রদর্শক প্রজেক্ট সব রাজ্যেই কতটা উপযোগী। ২০২৪ সালের বিভিন্ন রাজ্যের বাজেট অধিবেশনে এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারেরই ছায়া। আপ (AAP) শাসিত দিল্লিতেও মহিলাদের জন্য মাসিক ১ হাজার টাকা ভাতার ঘোষণা হল বাজেটে।

সোমবার দিল্লি বিধানসভায় বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আতিশি (Atishi) ঘোষণা করলেন ১৮ বছরের ঊর্ধ্বে মহিলাদের প্রতি মাসে ১ হাজার টাকা করে অ্যাকাউন্টে দেবে দিল্লি সরকার। সরকারি কর্মী, পেনশনভোগী, ইনকাম ট্যাক্স পেয়ার না হলেই সেই সব মহিলাদের জন্য প্রযোজ্য হবে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ (Mukhyamantri Mahila Samman Yojana)। প্রাথমিকভাবে যে মহিলারা এই সীমারেখার বাইরে তাঁরা নিজেরাই তার প্রমাণ দাখিল করে এই ভাতার সুবিধা পাবেন। খুব দ্রুত লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়ে যাবে। তার পরেই দিল্লির আপ সরকার এই প্রকল্প চালু করবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এর আগে ২০২৪ বিধানসভা বাজেট অধিবেশনে নতুন করে মহিলাদের জন্য ভাতার ঘোষণা করে বিজেপি শাসিত রাজস্থান সরকার। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর অনুকরণে ‘লাডলি বেহনা’ (ladli behna) যোজনার সাফল্য দেখেছে বিজেপি। তাই রাজস্থান কংগ্রেসের থেকে ছিনিয়ে নেওয়ার পর সেখানে জায়গা পোক্ত করতে মহিলা ভোটে নজর দিয়েছে বিজেপি। অন্যদিকে কর্ণাটকের কংগ্রেস লোকসভা ভোটে নজর রেখে তাদের মহিলা ভাতার পরিমাণ বাংলার সমহারে বাড়িয়েছে। এবার পালা দিল্লির আপ-এর। লোকসভার আগে মহিলাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকাতে পারলেও বাজেটে প্রস্তাব পাশ করে ঘোষণা করে রাখলেন কেজরিওয়াল।

spot_img
spot_img

Related articles

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...