Monday, August 25, 2025

দলত্যাগী তাপসের অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূল বলছে, “বড় ডিল নয়তো ইডিকে ভয়”

Date:

Share post:

মার্চের এক তারিখ তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সোমবার বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকেও পদত্যাগ করলেন তাপস রায়। দল ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একরাশ ক্ষোভ, হতাশা, অভিমান থেকেই তাঁর পদত্যাগ বলে জানিয়েছেন তাপস। তাঁর অভিযোগ, বাড়িতে ইডি তল্লাশি চালানোর পর দলের কেউ খোঁজ নেয়নি। সন্দেশখালি ও দুর্নীতিও তাঁকে নারা দিয়েছে। তাই তৃণমূল কংগ্রেস তাঁর জন্য নয়।

সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আগে-পরে তাপস রায় যে মন্তব্য করেছেন, তা কার্যত উড়িয়ে দিল তৃণমূল। পাল্টা শাসকদলের তরফে তাপস রায়কে কাঠগড়ায় তুলে দাবি করা হচ্ছে, “হয় তিনি অন্য কোনও দলের সঙ্গে বড় ডিল করেছেন, তাই এতো আত্মবিশ্বাস। অথবা, তাঁর বাড়িতে ইডির তল্লাশির পর তাপসবাবু ভয় পেয়েছেন। শিরদাঁড়া সোজা রাখতে পারছেন না।”

ঘটনাচক্রে, তাপস যখন সোমবার বিধায়কের পদে ইস্তফা দেওয়ার পরে বিধানসভার গেটে সাংবাদিক বৈঠক করছেন, ঠিক সেই সময়েই পূর্ব মেদিনীপুরের তমলুকে সরকারি সভায় ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাপসের নাম করে কিছু বলেননি। তবে বলেছেন, ‘‘বিজেপি সিবিআই-ইডির ভয় দেখিয়ে তৃণমূলকে ভাঙতে চাইছে!’’

সোমবার তৃণমূল তাপসের উদ্দেশে বলেছে, হয় তিনি অতিরিক্ত আত্মবিশ্বাসী, নয়তো বাংলার মানুষকে বোকা ভাবছেন। দলের এক নেতার কথায়, “আগামিদিনে দিদির ছবি নিয়ে বিজেপির জমিদারির বিরুদ্ধে লড়াই হবে। যে দিদি কোভিড, আমপানের মতো কঠিন সময়ে মানুষের পাশে থেকেছেন।’’

শাসকদলের তরফে আরও বলা হয়েছে, তাপস রায় যে দাবি করেছেন, ইডি হানার পর তাঁর পাশে দলীয় নেতৃত্ব দাঁড়াননি, তাঁর সঙ্গে কোনও কথাও বলেননি, সে দাবি একেবারেই অসত্য। তৃণমূলের বক্তব্য, ইডি তাপসের ফোন বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছিল। দু’দিন পর তাঁর নম্বর সক্রিয় হয়। সেই সময়েই দলীয় নেতৃত্ব তাঁর সঙ্গে একাধিক বার কথা বলেছিলেন। শাসকদলের আরও বক্তব্য, একটা সময় তাপস রায়কে উত্তর কলকাতা সাংগঠনিক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তখন তিনি এই কথাগুলি বললেন না কেন? লোকসভা ভোটের দিন ঘোষণার ১৫দিন আগেই কেন প্রকাশ্যে দলের বিরুদ্ধে কথা বলে পদত্যাগ করলেন। তাহলে কি অন্য দলের সঙ্গে যোগ রেখেই এমনটা করলেন তাপস রায়?

 

 

 

spot_img

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...