হু হু করে বাড়ছে ভারত-পাক টি-২০ বিশ্বকাপের ম্যাচের টিকিটের দাম, দাম উঠল কোটি টাকায়

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের কোনও ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ভারতীয় মূল্যে ৪৯৭ টাকা।

চলতি বছর বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর এই টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে ক্রীকেটপ্রেমীদের মধ্যে। যার চাহিদাও তুঙ্গে টিকিটের। বাড়ছে টিকিটের দামও। জানা যাচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠেছে কোটি টাকায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের কোনও ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ভারতীয় মূল্যে ৪৯৭ টাকা। তবে ভারত-পাক ম্যাচের টিকিটের দাম শুরু থেকেই বেশি। এই ম্যাচের ভিআইপি টিকিটের দাম শুরুতে ৩৩ হাজার টাকা। প্রথমে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কিনে তা বিক্রি করা হচ্ছে বিভিন্ন রি-সেল প্ল্যাটফর্মে। সেখানেই টিকিটের দাম বেড়ে যাচ্ছে। জানা যাচ্ছে, ‘স্টাবহাব’ বা ‘সিটগিক’-এর মতো প্ল্যাটফর্মে টিকিটের দাম বাড়ছে হু হু করে। সেই সব প্ল্যাটফর্মে ভারত-পাক ম্যাচের একটি টিকিটের দাম ন্যূনতম ৩৩ লক্ষ টাকা। কোথাও ৪১ লক্ষ টাকায় টিকিট বিক্রি হচ্ছে। কোনও প্ল্যাটফর্মে ভিআইপি টিকিটের সর্বোচ্চ দাম পৌঁছেছে ১ কোটি ৮০ লক্ষ টাকায়। আমেরিকার জনপ্রিয় বাস্কেটবল বা বেসবলের ম্যাচের টিকিটের দামের সঙ্গে পাল্লা দিচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ।

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড শেষ টেস্ট ম্যাচ ঘিরে সংশয়, কিন্তু কেন?

Previous articleদলত্যাগী তাপসের অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূল বলছে, “বড় ডিল নয়তো ইডিকে ভয়”
Next articleইডি-র মুখোমুখি হতে রাজি, জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী