Thursday, August 28, 2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলায় এসে বলেছিলেন, মোদির গ্যারান্টি মানে গ্যারান্টি পূর্ণ হওয়ার গ্যারান্টি। মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুর থেকে তাঁকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, “মনে রাখবেন বাংলার সরকার গ্যারান্টি দিলে সেটা রক্ষা হয়! আর দিল্লি সরকার দিলে তা বর্জন হয়। দিল্লি সরকারের গ্যারান্টি কাজে লাগে না। দিল্লি সরকারের গ্যারান্টি হল ভোটের আগে গ্যাসবেলুন। ভোট চলে গেলেই গ্যাসবেলুন ফুটো হয়ে যায়।“

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেও এদিনও সরব হন মুখ্যমন্ত্রী। পরিসংখ্যান দিয়ে তিনি ছত্রে ছত্রে জবাব দেন মোদির ভুয়ো অভিযোগের। মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী বলছেন ৪৭ কোটি টাকা দিয়ে গিয়েছেন। আমরা নাকি সব খেয়ে নিয়েছি! তিনি মিথ্যাচার করেছেন বাংলায় এসে। ২০১৪-১৫ থেকে ২০২১-২২ পর্যন্ত কেন্দ্র রাজ্যকে দিয়েছে ২৯,৮৩৪ কোটি টাকা। আর রাজ্য সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ কোনও টাকা দেয়নি কেন্দ্র। মাত্র ৯ হাজার কোটি টাকার একটু বেশি দিয়েছে কেন্দ্র।“

এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ফের একবার স্পষ্ট করে দেন, “কেন্দ্রের উপর আর ভরসা নয়, এবার আমরা নিজেরাই করব। শুধু ১০০ দিনের টাকাই নয়, আবাস, রাস্তা, OBC স্কলারশিপ, সুস্বাস্থ্যকেন্দ্র- সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। আগামী ২-৩ বছরের মধ্যে আমরাই ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ করে ফেলব“।




Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version