রেশন বন্টন মামলায় প্রথম চার্জশিট পেশের প্রায় দুমাস পরে দ্বিতীয় চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মঙ্গলবার হাইকোর্টে যে চার্জশিট পেশ করে ইডি তাতে নাম রয়েছে বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর নাম। রেশন বন্টন মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা শঙ্কর আঢ্যর বিদেশি মুদ্রা লেনদেন সংস্থার (forex trading) মাধ্যমে কীভাবে বিদেশে পাচার হয়েছে তার বিস্তারিত বর্ণনা করা হয়েছে এই চার্জশিটে।
মঙ্গলবার ইডি ৮৩ পাতার চার্জশিট পেশ করে। সেখানে শঙ্কর আঢ্যর চারটি কোম্পানির উল্লেখ রয়েছে। সেই কোম্পানিগুলিই জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করে বলে উল্লেখ রয়েছে চার্জশিটে। এই কাজের বিনিময়ে কমিশন পেতেন শঙ্কর আঢ্য। ২০১১ সাল থেকে ২০২২ সালের মধ্যে এই পথে ৭৫০ কোটি টাকা এ ভাবেই বিদেশে পাচার হয়েছে। শঙ্কর আঢ্য নিজের কোম্পানির মাধ্যমে এপর্যন্ত ২০ হাজার কোটি টাকার বৈদেশিক লেনদেন করেছেন। ইডির দাবি, এর মধ্যে ১০ হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের।