Wednesday, December 24, 2025

বেলিংহামকে লা লিগায় দুই ম্যাচের জন্য সাসপেন্ড করল স্প্যানিশ ফুটবল ফেডারেশন

Date:

Share post:

রেফারির সঙ্গে বাদানুবাদের সময় অশ্রাব্য শব্দ ব্যবহার করায় রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহামকে লা লিগায় দুই ম্যাচের জন্য সাসপেন্ড করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। লা লিগায় গত শনিবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ২–২ গোলে ড্র করে রিয়াল। যদিও ম্যাচের অতিরিক্ত সময়ে হেডে গোল করেছিলেন ইংলিশ তারকা বেলিংহাম। গোলটি হলে রিয়ালই জিতে যেত। কিন্তু হেডে তাঁর গোল এবং রেফারি হেসুস গিল মানজানোর শেষ বাঁশি—দুটিই একসঙ্গে ঘটে।

কিন্তু রেফারি মানজানো গোলটিকে বিবেচনায় না নিয়ে খেলা শেষের ঘোষণা করেন।এতে রিয়ালের খেলোয়াড়েরা দৌড়ে এসে ঘিরে ধরেন রেফারি মানজানোকে। এ সময় বেলিংহাম অশ্রাব্য শব্দ ব্যবহার করে মানজানোকে বলেন, বলটি তখন বাতাসে ছিল। অর্থাৎ, শেষ বাঁশি বাজার আগে আক্রমণটি শেষ হওয়ার সুযোগ দেননি রেফারি। কথার মাঝে গালিগালাজ করায় সে রাতে লাল কার্ড দেখেন বেলিংহাম। এবার পেলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। এর ফলে লা লিগায় আগামী ১০ মার্চ ঘরের মাঠে সেলতা ভিগোর বিপক্ষে এবং ১৬ মার্চ ওসাসুনার মাঠে খেলতে পারবেন না তিনি।

শনিবার ম্যাচ শেষেই লা লিগা কর্তৃপক্ষের কাছে বেলিংহামের বিরুদ্ধে অভিযোগ জমা দেন রেফারি মানজানো। তিনি বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পরও বেলিংহাম মাঠেই দাঁড়িয়ে ছিল এবং আক্রমণাত্মক মেজাজে আমার দিকে দৌড়ে এসেছিল। এরপর অকথ্য ভাষায় বলেই যাচ্ছিল ওইটা গোল হয়েছিল। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের আচরণবিধির ১২৪ ধারার ওপর ভিত্তি করে বেলিংহামকে শাস্তি দিয়েছে। এই ধারায় বলা হয়েছে, কেউ রেফারিকে অবমাননা বা অবজ্ঞার মনোভাব নিয়ে সম্বোধন করলে অথবা এটি আরও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত না হলে দুই থেকে তিন ম্যাচ অথবা সর্বোচ্চ এক মাস নিষিদ্ধ হবে। ধারা অনুযায়ী বেলিংহাম ন্যূনতম শাস্তি পেয়েছেন।

 

spot_img

Related articles

উৎসবেও অব্যাহত উন্নয়ন: বুধে গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

বছর শেষে উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। অন্যদিকে বিধানসভা নির্বাচন আসন্ন। এই পরিস্থিতিতে কোনও ভাবেই উৎসবের আনন্দে থমকে যেতে...

জনজাতি এলাকায় বেআইনি দখলদারি, উচ্ছেদের দাবি তুলতেই অসম পুলিশের গুলি, মৃত ২

বিজেপি শাসিত রাজ্যগুলিতে উপজাতি বা জনজাতির মানুষের অধিকার যে একেবারেই রক্ষিত হয় না তার প্রমাণ আগেও মিলেছে। ফের...

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...