Wednesday, January 14, 2026

বেলিংহামকে লা লিগায় দুই ম্যাচের জন্য সাসপেন্ড করল স্প্যানিশ ফুটবল ফেডারেশন

Date:

Share post:

রেফারির সঙ্গে বাদানুবাদের সময় অশ্রাব্য শব্দ ব্যবহার করায় রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহামকে লা লিগায় দুই ম্যাচের জন্য সাসপেন্ড করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। লা লিগায় গত শনিবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ২–২ গোলে ড্র করে রিয়াল। যদিও ম্যাচের অতিরিক্ত সময়ে হেডে গোল করেছিলেন ইংলিশ তারকা বেলিংহাম। গোলটি হলে রিয়ালই জিতে যেত। কিন্তু হেডে তাঁর গোল এবং রেফারি হেসুস গিল মানজানোর শেষ বাঁশি—দুটিই একসঙ্গে ঘটে।

কিন্তু রেফারি মানজানো গোলটিকে বিবেচনায় না নিয়ে খেলা শেষের ঘোষণা করেন।এতে রিয়ালের খেলোয়াড়েরা দৌড়ে এসে ঘিরে ধরেন রেফারি মানজানোকে। এ সময় বেলিংহাম অশ্রাব্য শব্দ ব্যবহার করে মানজানোকে বলেন, বলটি তখন বাতাসে ছিল। অর্থাৎ, শেষ বাঁশি বাজার আগে আক্রমণটি শেষ হওয়ার সুযোগ দেননি রেফারি। কথার মাঝে গালিগালাজ করায় সে রাতে লাল কার্ড দেখেন বেলিংহাম। এবার পেলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। এর ফলে লা লিগায় আগামী ১০ মার্চ ঘরের মাঠে সেলতা ভিগোর বিপক্ষে এবং ১৬ মার্চ ওসাসুনার মাঠে খেলতে পারবেন না তিনি।

শনিবার ম্যাচ শেষেই লা লিগা কর্তৃপক্ষের কাছে বেলিংহামের বিরুদ্ধে অভিযোগ জমা দেন রেফারি মানজানো। তিনি বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পরও বেলিংহাম মাঠেই দাঁড়িয়ে ছিল এবং আক্রমণাত্মক মেজাজে আমার দিকে দৌড়ে এসেছিল। এরপর অকথ্য ভাষায় বলেই যাচ্ছিল ওইটা গোল হয়েছিল। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের আচরণবিধির ১২৪ ধারার ওপর ভিত্তি করে বেলিংহামকে শাস্তি দিয়েছে। এই ধারায় বলা হয়েছে, কেউ রেফারিকে অবমাননা বা অবজ্ঞার মনোভাব নিয়ে সম্বোধন করলে অথবা এটি আরও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত না হলে দুই থেকে তিন ম্যাচ অথবা সর্বোচ্চ এক মাস নিষিদ্ধ হবে। ধারা অনুযায়ী বেলিংহাম ন্যূনতম শাস্তি পেয়েছেন।

 

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...