Saturday, November 22, 2025

দল আগে দেখলে তাপস রায়ের মতো নেতাদের আটকানো যেত! কেন মনে করেন কুণাল

Date:

বুধবারই বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন তৃণমূল নেতা তথা বিধায়ক তাপস রায় (Tapas Ray)। তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) জানালেন, অনেক আগেই যদি দলীয় নেতৃত্ব দেখতেন, তাহলে হয়ত এই চলে যাওয়া আটকানো যেত।

সোমবার, বর্ষীয়ান নেতা তাপস রায়ের বাড়িতে সকালে যান কুণাল ঘোষ ও ব্রাত্য বসু (Bratya Basu)। তাপসকে বোঝানো শেষ চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। সেই দিনই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাপস রায়। জানান, আগেই না কি দল থেকে ইস্তফা দিয়েছেন। এরপরেই গুঞ্জন বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন তৃণমূল (TMC) নেতা। শেষ পর্যন্ত তাঁকে আটকতে যাঁরা চেষ্টা করেছিলেন তার মধ্যে অন্যতম কুণাল সোমবারই অনুরোধ করেন, এখনই বিরোধীদলে যেন যোগ না দেন তাপস। কিন্তু একদা সতীর্থের আবেদনে কর্ণপাত না করে বুধবারই বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন তাপস রায়। এদিন কুণাল বলেন, “তাপসদার যে তীব্র ক্ষোভ ও যন্ত্রনা ছিল, তা কিছুটা ভুল ধারনা থেকে, কিছুটা অভিমান থেকে। অনেক আগেই যদি দলীয় নেতৃত্ব এটা দেখতেন, তাহলে হয়ত এই চলে যাওয়া আটকানো যেত।“ এই প্রসঙ্গে এর আগেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া উত্তর কলকাতার তরুণ নেতার কথা উল্লেখ করেন কুণাল। তাঁর মতে, এই ক্ষোভ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যদি দলীয় নেতৃত্ব হস্তক্ষেপ করতেন, তাহলে এঁদের হারাতে হত না তৃণমূলকে।

কুণাল ঘোষের (Kunal Ghosh) কথায়, তৃণমূলের মঞ্চ থেকে যে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন তাপস রায়ের মতো নেতা, আজ তাঁর গেরুয়া শিবিরে যোগদান তাঁদের পক্ষে বেদনাদায়ক। একই সঙ্গে কুণাল স্পষ্ট করে দেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাঁকেই তৃণমূলের প্রার্থী করবেন, তাঁর জন্যেই জান-প্রাণ দিয়ে লড়াই করবেন তাঁরা। তাতে যদি বিপক্ষে পরম আত্মীয়ও থাকেন, তাহলেও তৃণমূল নেতা-কর্মীরা ঘাসের উপর জোড়াফুল প্রতীককে জেতানোর জন্য লড়ে যাবেন।




Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...
Exit mobile version