Tuesday, November 4, 2025

আজ বারাসাতে মোদিকে সামনে রেখে সন্দেশখালিকে “জাতীয় ইস্যু” বানাতে চায় বিজেপি

Date:

একুশের বিধানসভা ভোটের (Loksabga Election) মতই আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি (Daily Passenger) শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। চলতি মাসের প্রথম ও দ্বিতীয় দিন আরামবাগ ও কৃষ্ণনগরে জনসভার পর ফের রাজ্যে মোদি। এবার তাঁর জনসভা উত্তর ২৪ পরগনার বারাসাতে। যেখানে গোটা দেশে সন্দেশখালির মহিলা নির্যাতনের ঘটনাকে লোকসভা নির্বাচনে প্রচারের অন্যতম ইস্যু করতে তৎপর বিজেপি (BJP)।

সেই লক্ষ্যকে সামনে রেখেই আজ, বুধবার বারাসতে কাছারি ময়দানের সভাস্থলকে কার্যত ‘জাতীয় মঞ্চ’ হিসেবে ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে সন্দেশখালির নির্যাতন কাণ্ডের বিবরণ গোটা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে লাইভ সম্প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিজেপি সূত্রের খবর, বারাসতে প্রধানমন্ত্রীর দরবারে হাজির হয়ে সন্দেশখালির নির্যাতিতারা যে ‘বিবরণ’ দেবেন, দেশের ৫২৫৭টি জায়গায় তা লাইভ সম্প্রচারিত হবে। বিজেপি তাদের জেলা, মহকুমা ও মণ্ডল স্তরে মহিলাদের সংগঠিত করে সন্দেশখালির কাহিনী শোনাবে। তাঁদের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। সন্দেশখালির মহিলাদের লড়াইকে ‘মডেল’ বানিয়ে বাংলার পাশাপাশি অবিজেপি রাজ্যেও যে প্রচারের ঝাঁজ নাড়াতে চাইছে গেরুয়া শিবির।

মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছে রাত্রিবাস করেছেন রাজভবনে। আজ, সকালে মেট্রো রেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর ময়দানের আরসিটিসি গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে দমদম বিমানবন্দরে যাবেন। সেখান থেকে সড়কপথে বারাসত। সভাশেষে বিমানবন্দরে ফিরবেন একইভাবে। যাত্রা পথে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর যাত্রাপথের সুরক্ষা নিশ্চিত করতে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। যশোর রোড, ৩৪ ও ৩৫ নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। যান নিয়ন্ত্রণ থাকবে বারাসত শহরের ভিতরে। এই পর্বেই ফের ৯ মার্চ রাজ্যে আসবেন তিনি। শিলিগুড়ির কাওয়াখালির মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী।

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version