সিনিয়র নার্সদের জন্য নতুন ‘জয়েন্ট সুপারিনটেনডেন্ট’ পদ, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রোগীদের সুস্থ করতে চিকিৎসকদের সঙ্গে সহযোগী হিসেবে যে সমস্ত সিনিয়র নার্স কাজ করেন, তাদের সম্মান জানাতে যুগ্ম নার্সিং সুপারিনটেনডেন্ট পদ তৈরি করা হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে এই পদে নিয়োগের জন্য রিক্রুটমেন্ট রুল অনুমোদিত হলো। ৩২৪ টি এমন পদ তৈরি করা হয়েছে সেই পদে সিনিয়র নার্সদের অনন্য সম্মান জানানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

পাশাপাশি এদিন নবান্ন সূত্রে জানা গেছে মন্ত্রিসভার বৈঠকে দমকল দপ্তরের জন্য ৬০০টি শুন্য পদ পূরণ এবং রাজ্য ও কলকাতা পুলিশের জন্য ৭৮০ টি শূন্য পদ পূরণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- নারীশক্তিকে অপমান! অ.পরাধীদের সুরক্ষা দেয় বিজেপি, প্রধানমন্ত্রীর অপপ্রচারের ১০ দফা জবাব তৃণমূলের

Previous articleনারীশক্তিকে অপমান! অ.পরাধীদের সুরক্ষা দেয় বিজেপি, প্রধানমন্ত্রীর অপপ্রচারের ১০ দফা জবাব তৃণমূলের
Next articleমোদিতেই মাথা নোয়ালেন বিজেপিকে তোপ দাগা তাপস