Tuesday, May 13, 2025

বিচারপতির চেয়ারে বিজেপিবাবু! জনগণ রায় দেবে: নাম না করে অভিজিৎকে তোপ মমতার

Date:

Share post:

বিচারপতির আসনে বসেই বিজেপির সঙ্গে যোগাযোগ। আগে কেউকেটা সাজতেন। এবার মুখোশটা খুলে পড়েছে। বৃহস্পতিবার, ডোরিনা ক্রসিং-এর সভা থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, আপনার রায় এবার জনগণ দেবে। তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “বিচারপতির চেয়ারে বসে বিজেপি বাবু, বিজেপি পার্টিতে যোগদান করার কথা ঘোষণা করছেন?

আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন কলকাতার রাজপথে ‘মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার’- এই স্লোগানকে সামনে পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন এই মিছিলের কিছুক্ষণ আগেই বিজেপিতে যোগ দেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারই তিনি স্বীকার করেন বিচারপতির আসনে থাকা অবস্থাতেই তিনি বিজেপি-র সঙ্গে যোগাযোগে ছিলেন। এই নিয়ে সেই দিনই তাঁকে তুমুল কটাক্ষ করেন অভিষেক। এদিন নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, এরা কেউকেটা হয়ে ঘুরে বেড়াচ্ছিল। এদের মুখোশটা খুলে পড়েছে। টিভিতে ইন্টাভিউ দিচ্ছে। অভিষেককে নাম করে বাজে কথা বলছে। এবার থেকে আপনার রায় জনগণ দেবে। তাঁর কথায়, “এদের কাছে বিচার পাবেন? বিজেপি যা বলেছে, উনি তাই করেছেন। কী সব রায় দিয়েছে! আমরা বুঝতে পারতাম, রোজ অভিষেকের নাম করে করে গালি দিত। তবে আমি খুশি যে মুখোশটা খুলে গিয়েছে।” মমতা বলেন, “বিচারের বাণী নিভৃতে কাঁদে, এদের থেকে বিচার পাবেন না।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, “হাজার হাজার ছেলেমেয়েদের চাকরি খেয়েছেন। চাকরি দেওয়ার ক্ষমতা নেই। চাকরি আটকে দিচ্ছেন। যদি কোথাও ভুল হয়, বদল করতে বলুন। তা না করে চাকরি আটকে দিচ্ছেন।“

অভিজিৎকে নিশানা করে মমতা বলেন, “বিচারপতির চেয়ারে বসে বিজেপিবাবু বিজেপিতে যোগ দিচ্ছেন। আমি জানি কোনটা সঠিক কোনটা বেঠিক। আমি নিজে আইনজীবী ছিলাম। কিন্তু উনি হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি কেড়ে নিয়েছেন। আবার টিভিতে ইন্টারভিউও দিয়েছেন। কাল থেকে আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন। আপনি যেখানে দাঁড়াবেন। ছাত্রদের নিয়ে যাব। হাজার হাজার ছাত্রের চাকরি খেয়েছেন।“

একই সঙ্গে নাম না করে প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়কেও কটাক্ষ করেন তৃণমূল সভানেত্রী। বলেন, “একদিন কারও বাড়িতে ইডি গেলে ভয় পাচ্ছেন। কেউ কেউ আবার ভয় পেয়ে বিজেপিতে যাচ্ছেন। বিজেপি নেতারা ফোন করে বলছে, বিজেপিতে চলে এসো সব ঠিক হয়ে যাবে।“




spot_img

Related articles

প্রধানমন্ত্রীর ভাষণের পরেই রাতে জম্মুতে হামলার চেষ্টা পাকিস্তানের! ব্ল্যাকআউট এলাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছু সময় পরই সোমবার রাতে জম্মুর সাম্বা সেক্টরে...

পর্যটক টানতে উদ্যোগ! এবার দার্জিলিঙের রাস্তায় ছুটবে ‘অমিতাভ-ধর্মেন্দ্রর’ মোটরবাইক

“ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...” — এই গানে ভেসে আসা বন্ধুত্বের আবেগ এবার ছুঁয়ে যাবে বাংলার প্রিয় পাহাড়ি...

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...