Tuesday, August 26, 2025

মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়ানো লক্ষ্য! একাধিক জেলায় বিশেষ শিবিরের আয়োজন রাজ্যের

Date:

সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা (Savings) বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্যের (Govt of West Bengal)। আর সেই লক্ষ্যেই এবার ডাকঘরের (Post Office) স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির জন্য বিশেষ প্রচার অভিযানে নেমেছে রাজ্য। বিশেষত সাধারণ মানুষ যাতে ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করেন, তার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে লিফলেট (Leaflet) বিলির কাজ। পাশাপাশি জেলায় জেলায় বিশেষ শিবিরের আয়োজন করা হবে বলেও সাফ জানিয়েছে অর্থ দফতর।

রাজ্য সাফ জানিয়েছে, বিগত এক বছরেরও বেশি সময় ধরে ডাকঘরে ধাপে ধাপে নানা সঞ্চয় প্রকল্পে সুদের হার বেড়েছে। সেগুলিকেই এবার প্রচারের আলোয় নিয়ে আসার কাজ শুরু হয়েছে। ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলি থেকে যে রাজ্যে যত টাকা আদায় হতো, এক সময় তার উপর নির্ভর করেই ঋণ পেত রাজ্যগুলি। সেকারণে ওই সঞ্চয় প্রকল্পগুলি বিক্রির ব্যাপারে আগ্রহী ছিল একাধিক রাজ্যের সরকার। ওই প্রকল্পগুলির বেশিরভাগটাই ছিল এজেন্ট নির্ভর। এজেন্টরাই আমানতকারীদের কাছে পৌঁছতেন এবং প্রকল্প বিক্রি করতেন। তবে এজেন্সি প্রথা চালু থাকলেও ধাপে ধাপে এজেন্টদের কমিশন কমিয়ে দেওয়া হয়েছে অনেকটাই। বেশ কয়েকটি প্রকল্পে কমিশন দেওয়া বন্ধই করে দেওয়া হয়েছে। এদিকে প্রকল্পগুলি কেন্দ্রের হলেও এজেন্ট নিয়োগের অধিকার রয়েছে একমাত্র রাজ্য সরকারের। এখনও সেই নিয়ম চালু আছে।

যদিও রাজ্যগুলি স্বল্প সঞ্চয় থেকে আর ঋণ পায় না, তা সত্ত্বেও প্রতিটি রাজ্যের অর্থ দফতর এজেন্ট নিয়োগ করে। এ রাজ্যেও ‘স্বল্প সঞ্চয় অধিকার’ বিভাগ সেই দায়িত্ব নেয়। প্রতিটি জেলায় তাদের অফিসও আছে। সম্প্রতি হুগলি জেলায় বিভিন্ন স্থানে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। জেলার স্বল্প সঞ্চয় বিভাগের উপ অধিকর্তার দফতর থেকে বুধবার তারকেশ্বর এলাকায় বাউল গানের মাধ্যমে প্রচারের উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও চলতি মাসে পথ নাটিকার মাধ্যমেও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর।

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...
Exit mobile version