Monday, August 25, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে কী বললেন কুলদীপ?

Date:

ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ধর্মশালায় আজ ইংরেজদের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচে খেলতে নেমে বল হাতে দাপট ভারতীয় বোলারদের। প্রথম ইনিংসে মাত্র ২১৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ইংরেজদের হয়ে একা লড়াই করেন জ্যাক ক্রোলি। ৭৯ রান করেন তিনি। ভারতের হয়ে বল হাতে ৫ উইকেট কুলদীপ যাদবের। ৪ উইকেট শততম টেস্ট ম্যাচ খেলতে নাম রবিচন্দ্রন অশ্বিন। আর ৫ উইকেট নিয়ে নিজের অভিজ্ঞতার জানালেন কুলদীপ। কী পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন তিনি? ম্যাচ শেষে সেই কথাই জানালেন তিনি।

প্রথম দিনের শেষে কুলদীপ বলেন, “ইংল্যান্ডের ব্যাটারেরা কীভাবছে, আমি সেটা বোঝার চেষ্টা করি না। তবে স্টোকসদের ব্যাটিং দেখে মনে হয়েছে ওরা আমার রং বল বুঝতে পারছে না। সেটা আমার জন্য ভাল। তবে ব্যাটারেরা কী পারে সেটা না ভেবে নিজের ক্ষমতা অনুযায়ী বল করা ভাল।” এরপর তিনি আরও বলেন, “ আমার বলের গতি আগের থেকে অনেক বেড়েছে। স্টোকসেরা হয়তো আমার বল বুঝতে পারছে। কিন্তু গতি বেশি থাকায় খেলতে ব্যর্থ হচ্ছে। সেই সঙ্গে লেংথের হেরফের করছি। বিভিন্ন ধরনের বল করছি। আমি অনেক বছর হল ক্রিকেট খেলছি। ওদের কাছে নতুন নই। এমন নয় যে, আমার বল ওদের কাছে কোনও জাদু। সাধারণ স্পিন বল করছি।“

আরও পড়ুন- পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে নেমেই নজির গড়লেন যশস্বী , টপকে গেলেন বিরাট কোহলিকে




Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version