Wednesday, November 12, 2025

গাল্ফ অফ ইডেনে ফের হামলার শিকার বাণিজ্যিক জাহাজ। আক্রান্ত জাহাজের ডুবতে থাকা ২১ নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনার আইএনএস কলকাতা (INS Kolkata)। চীন থেকে সৌদি আরবে স্টিল নিয়ে যাওয়া ওই মালবাহী জাহাজে হুথি হামলায় ভিয়েতনামের এক নাবিক ও ফিলিপিন্সের দুই নাবিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ২ ফিলিপন্সের নাবিক। সবথেকে কাছে থাকা আইএনএস কলকাতা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে ২১ জন নাবিককে। তাঁদের জিবুতি (Djibouti) বন্দরে নিয়ে যাওয়ার হয় চিকিৎসার জন্য।

ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের ফলে বেশ কয়েকমাস ধরে বিপর্যস্ত আরব সাগর, গাল্ফ অফ ইডেন (Gulf of Eden), লোহিত সাগর পথে বাণিজ্যিক জাহাজ পরিবহন। বারবার হুথি জঙ্গিগোষ্ঠীর হামলায় বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনী ১০টি রণতরী তৈরি রেখেছে জলদস্যুর হামলা ও ড্রোন হামলা ঠেকাতে। অন্যদিকে আমেরিকার নৌ গোয়েন্দা বাহিনীও সক্রিয়ভাবে এই ধরনের হামলার ওপর নজরদারি চালাচ্ছে।

গাল্ফ অফ ইডেনে বুধবার বার্বাডোজের (Barbados) পতাকাবাহী একটি জাহাজে ড্রোন (drone) হামলা চালায় ইরানের মদতপুষ্ট হুথি জঙ্গিরা। মিসাইল হামলায় আগুন লেগে যায় গোটা জাহাজে। মৃত্যু হয় তিন নাবিকের। বিপর্যস্ত জাহাজ ছেড়ে লাইফবোটে সমুদ্রের বুকে ভেসে বেড়াতে বাধ্য হন নাবিকরা। সেই সময় আইএনএস কলকাতা সেখানে পৌঁছায় ও দ্রুত উদ্ধারের কাজ চালায়। তাদের হেলিকপ্টার ও নৌকার সাহায্যে উদ্ধার কাজ চালানো হয়। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে এক ভারতীয় নাবিকও ছিলেন।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version