Wednesday, November 12, 2025

চালু হওয়া একাধিক ইনসেনটিভ প্রকল্পের সুবিধা নিয়ে কড়া নির্দেশ রাজ্য সরকারের

Date:

নতুন শিল্প স্থাপনে উৎসাহ দিতে চালু হওয়া একাধিক ইনসেনটিভ প্রকল্পের সুবিধা, যাতে শিল্প সংস্থাগুলি দ্রুত ও যথাযথ ভাবে পায় তা নিশ্চিত করতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা সম্প্রতি বিভিন্ন বণিক সভা ও শিল্প সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সমস্ত দফতরকে এই মর্মে নির্দেশ দিয়েছেন।

জানা গিয়েছে, বৈঠকে শিল্পপতিদের তরফে ইনসেনটিভ স্কিমের বিষয়টি উত্থাপন করা হয়। বলা হয়, অনেক ক্ষেত্রেই ইনসেনটিভ দেওয়াকে ঘিরে আদালতে মামলা হচ্ছে। আবার বহুক্ষেত্রে দেখা যাচ্ছে, শিল্পোদ্যোগীদের তরফে ঋণের আবেদন করে বিনিয়োগ প্রকল্পের কাগজপত্র ব্যাঙ্কে জমা পড়ার পরেও ইনসেনটিভ স্কিম সংক্রান্ত অনুমোদন না মেলায় সমস্যা তৈরি হচ্ছে। ফলে এই ধরনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে গতি আনার প্রয়োজন রয়েছে।

জানা গিয়েছে, এর পরেই মুখ্যসচিবের তরফে সংশ্লিষ্ট দফতরের সচিবদের বলা হয়েছে, এই কাজে গতি আনতে যা যা করা প্রয়োজন, তাই করতে হবে। এছাড়াও শিল্পপতিরা রাজ্যে যে বিনিয়োগ আনছেন, সেই বিষয় নিয়ে আরও প্রচারের প্রয়োজন আছে বলে এদিনের বৈঠকে উল্লেখ করা হয়। ফলে শিল্পের জন্য ডেস্টিনেশন বেঙ্গলের প্রচারে আরও জোর দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই রাজ্যের কত টাকার বিনিয়োগ হয়েছে, সে বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেহেতু বিভিন্ন দপ্তরে নানান সময় বিনিয়োগ এসেছে, সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নিজ নিজ তথ্য তৈরি করতে বলা হয়েছিল। সেই তথ্য তৈরির কাজ কতদূর এগিয়েছে, তা নিয়েও মুখ্যসচিব খোঁজখবর নিয়েছেন বলেও জানা গিয়েছে। তিনি এই কাজ দ্রুত শেষ করারও নির্দেশ দিয়েছেন।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version