Thursday, November 13, 2025

১০ মার্চ ডার্বি, কীভাবে কাটবেন অফলাইন টিকিট, কোথা থেকেই বা পাওয়া যাবে বড় ম্যাচের টিকিট? রইল আপডেট

Date:

Share post:

১০ মার্চ শহরে বড় ম্যাচ। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে । গত দু’দিন ধরে টিকিটের দাম নিয়ে চলছে বেস বিতর্ক। আর এরই মধ্যে ডার্বি ম্যাচের অফলাইন টিকিট বিক্রি শুরু হল আজ থেকেই। ৮ মার্চ দুপুর তিনটে থেকে পাওয়া যাবে ডার্বি ম্যাচের অফলাইন টিকিট। পাশাপাশি যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা রিডিম করতে পারবেন সেই টিকিট। কোথা থেকে রিডিম করা যাবে টিকিট?

ইস্টবেঙ্গল সমর্থকরা ডার্বির টিকিট কাটতে পারবেন ক্লাব থেকেই। ক্লাবের জিম এরিয়া থেকে অনলাইন টিকিট রিডিম করা যাবে। পাশাপাশি অফলাইন টিকিটও পাওয়া যাবে ক্লাব থেকেই। পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস ১ থেকেও পাওয়া যাবে টিকিট। সেখান থেকে অনলাইন টিকিট রিডম ও অফলাইন টিকিট দুই পাওয়া যাবে। মোহনবাগান ক্লাব এই ডার্বির টিকিট বিক্রি করতে না চাওয়ায় ডার্বির টিকিট পাওয়া যাবে মহমেডান মাঠ থেকে। ক্লাবের বাইরে যেখানে আইপিএল-এর টিকিট দেওয়া হয়, সেখান থেকেই কাটা যাবে এই টিকিট। শুধু আজ নয়, রবিবার অবধি টিকিট কাটতে পারবেন সমর্থকরা। পাশাপাশি অনলাইন টিকিটও রিডিম করা যাবে সন্ধ্যা সাড়ে ছ’টা অবধি।

ডার্বির টিকিট নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে বিতর্ক। আর তার কারণ টিকিটের দামের বৈষম্য। ইস্টবেঙ্গলের টিকিটের থেকে মোহনবাগান গ্যালারির টিকিটের দাম অনেক বেশি, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন মোহনবাগান সমর্থকরা। যদিও দামের বৈষম্য নিয়ে মুখ খুলেছেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি জানিয়ে দেন, ব্যক্তিগত ভাবে সকল ফুটবলপ্রেমীর কাছে দুঃখপ্রকাশ করেন । এই নিয়ে লাল-হলুদ শীর্ষ কর্তা বলেন, “ টিকিটের দামের এই যে তারতম্য এটা সঠিক হয়নি বলেই আমার প্রাথমিক ধারণা। ক্রীড়ামন্ত্রী আমাকে গোটা বিষয়টা জানানোর পরে আমি বিভিন্ন জায়গায় কথা বলি। কিন্তু তারাও অনেকটা এগিয়ে গিয়েছেন। এখন পিছিয়ে আসা সম্ভব নয়। আমি অনুরোধ করেছি আগামিদিনে যেন এরকম বৈষম্য না ঘটে।” যদিও টিকিটের এমন ফারাক দেখে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘আমরা এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি। বলতে পারি নোংরা ঘটনা। ময়দান কলুষিত হচ্ছে এই ঘটনায়।’

আরও পড়ুন- ছেলের শতরান দেখে আবেগে ভাসলেন গিলের বাবা, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...