Saturday, May 3, 2025

বিশ্বের বেশ কিছু দেশে সিটাকোসিস (psittacosis), যার পোশাকি নাম প্যারট ফিভার (parrot fever), তার সংক্রমণ বাড়ছে। সেই সঙ্গে ২০২৪ সাল শুরুর পর থেকে ইউরোপের বিভিন্ন দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এরপরই এই রোগ নিয়ে সতর্ক করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO)।

২০২৩ সালে অস্ট্রিয়া, ডেনমার্ক, সুইডেন, জার্মানির মতো দেশে প্যারট ফিভারের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। বিভিন্ন পাখি – বন্য, গৃহপালিত, পোল্ট্রি – পাখির মাধ্যমে প্যারট ফিভার ছড়িয়ে থাকে। ব্যাকটেরিয়া বাহিত এই রোগে আক্রান্ত পাখির মধ্যে রোগের কোনও লক্ষ্মণ না দেখা গেলেও তারা রোগ ছড়াতে সক্ষম হয়। এই পাখির দেহরসের (secretions) অংশ ছড়িয়ে থাকা কোনও বস্তু নিঃশ্বাসের মধ্যে নিলে এই রোগ ছড়াতে পারে। রোগগ্রস্থ পাখির কামড়ে আক্রান্ত বা পাখির ঠোঁটে সরাসরি চুম্বন থেকেও এই রোগ ছড়ায়। তবে রোগগ্রস্থ পাখির মাংস খেলে এই রোগ ছড়ায় না।

তবে বিশ্বস্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক রিপোর্ট অনুসারে মানুষের মাধ্যমে মানুষের শরীরে এই রোগ ছড়িয়ে পড়ার প্রবণতা এখনও দেখা যায়নি। এই রোগে আক্রান্ত হলে ৫ দিন থেকে ১৪ দিন পরেও লক্ষ্মণ দেখা যেতে পারে। মূলত মাথা ব্যথা, পেশিতে যন্ত্রণা, শুকনো কাশি, জ্বর ও প্রবল শীত অনুভূত হয়। ২০২৪ সালে এখনও পর্যন্ত ইউরোপের দেশগুলিতে ৬৬ জন প্যারট ফিভার আক্রান্তের খোঁজ মিলেছে। মৃত্যু হয়েছে ৫ জনের। এই রোগ মহামারি আকার ধারণ না করে তার ওপর নজরদারি জারি রেখেছে হু।

Related articles

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...
Exit mobile version