Wednesday, May 7, 2025

ব্রিগেডে জনগর্জন সমাবেশের প্রস্তুতি তুঙ্গে, নিরাপত্তা খতিয়ে দেখতে হাজির পুলিশ কমিশনার

Date:

আগামী ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওইদিন সকাল à§§à§§ টা থেকে হবে বিগ্রেড সমাবেশ। ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ একাধিক বিষয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এই সমাবেশ থেকে প্রতিবাদ জানানো হবে। যার নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন সভা’।

ব্রিগেড সমাবেশকে সফল করতে কলকাতা-সহ জেলার প্রতিটি ব্লকে প্রচার সভা করছে তৃণমূল। দলীয় সূত্রের খবর, ব্রিগেডে রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত করা হবে। ইতিমধ্যে সভাস্থলে মঞ্চ বাঁধার কাজও শুরু হয়েছে। বৃহস্পতিবার সভায় প্রস্তুতির তদারকি খতিয়ে দেখতে ব্রিগেডে যান কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।একুশে জুলাইয়ের পরম্পরাকে মাথায় রেখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোট তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে । মূল মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । বাকি দুটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে সাংসদ-বিধায়ক ও জনপ্রতিনিধিদের জন্য ।
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশে রওনা দিতে শুরু করেছেন। রেল ট্রেন বাতিল করলেও থেমে নেই তৃণমূল। রেলের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে দলের তরফ থেকে জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা বাসে করে কলকাতা আসুন। সব ব্যয়ভার দল বহন করবে। তাই এবারের ১০ তারিখের ব্রিগেডে রেকর্ড জনসমাগম হবে বলে মনে করা হচ্ছে। দূর দূরান্তের কর্মী সমর্থকদের থাকার জন্য নেতাজী ইন্ডোর স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম এবং রাজারহাটে ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল নেতৃত্ব যেমন এদিন ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখেন. তার পাশাপাশি পুলিশ কমিশনার নিরাপত্তার দিকটি খতিয়ে দেখেন। কারণ, বিপুল জনসমাগমের পাশাপাশি ওই দিন ব্রিগেডের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বক্তব্য রাখবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না পুলিশ। জোরকদমে চলছে মঞ্চ বাধার প্রস্তুতি।

 

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version