Tuesday, November 4, 2025

পুলিশের তৎপরতায় সামশেরগঞ্জে আটক প্রায় ১০ লক্ষ টাকার মাদক, জালে ৪ পাচারকারী

Date:

রাতভর তল্লাশির পরে পুলিশের জালে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের হেরোইন-সহ ৪ পাচারকারী। শুক্রবার রাতে ঝাড়খন্ড থেকে মালদহে মাদক পাচার করার সময় মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার চারজন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে উন্নতমানের প্রায় ৪৭৮ গ্রাম হেরোইন। যার বাজার মূল্য ১০ লক্ষ টাকা।

জঙ্গিপুর পুলিশ (Police) জেলার সুপার আনন্দ রায় জানান, “ধৃতরা কোথা থেকে ওই বিপুল পরিমাণ হেরোইন পেয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।” ধৃত ব্যক্তিদের নাম ইন্দ্রজিৎ মণ্ডল, সঞ্জয় মণ্ডল, মুকেশ কুমার এবং অনুপম কুমার। ধৃত ইন্দ্রজিৎ এবং সঞ্জয়ের বাড়ি মালদহের কালিয়াচক থানা এলাকাতে। বাকি দুই ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের ছাত্ররা এলাকায়।

জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানান, শুক্রবার রাতে মুর্শিদাবাদে সামশেরগঞ্জ এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী চাঁদপুর এলাকাতে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ (Police)। সেই সময় একটি সুইফ্ট গাড়ি পশ্চিমবঙ্গের দিকে আসার সময় সেটিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় হেরোইন। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের গোপন ডেরাতে ওই হেরোইন তৈরি করে মালদহে বিক্রির জন্য আনা হচ্ছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ।




Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version