Thursday, December 18, 2025

পঞ্চম টেস্টে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন, কি রেকর্ড গড়লেন তিনি?

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচে ইনিংস এবং ৬৪ রানে জয় পায় ভারতীয় দল। এই ম্যাচে দাপট দেখান টিম ইন্ডিয়ার ব্যাটার থেকে বোলাররা। তবে এই ম্যাচে আলাদা করে নজর কাড়েন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তিনি। আর এর সুবাদে নজির গড়েন অশ্বিন। শততম টেস্টে পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড গড়েন তিনি। অশ্বিন বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি অভিষেক টেস্টে পাঁচটি উইকেট নেওয়ার পাশাপাশি শততম টেস্টেও পাঁচ উইকেট নিলেন। ঐতিহাসিক টেস্টে নজির গড়লেন বর্ষীয়ান তারকা।

২০১১ সালে অশ্বিনের টেস্ট অভিষেক হয়। সেবার দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন ভারতের এই তারকা স্পিনার।আর এবার নিজের শততম টেস্টেও সেই ধারাবাহকিতা বজায় রাখলেন অশ্বিন। ধর্মশালায় বেন ফোকসকে তুলে নিতেই এই রেকর্ড গড়লেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অশ্বিন। এই সিরিজে টেস্ট কেরিয়ারে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। এর পাশাপাশি ঘরের মাঠে টেস্ট কেরিয়ারে ৩৫০টি উইকেট নান তিনি।

এদিকে মাত্র তিনদিনই পঞ্চম টেস্ট জয় করে রোহিত শর্মার দল। ইংরেজদের এক ইনিংস এবং ৬৪ রানে হারায় টিম ইন্ডিয়া। ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স রবিচন্দ্রন অশ্বিনের। একাই নিলেন ৫ উইকেট। যদিও চোটের জন্য ম্যাচে ফিল্ডিং করতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরাহ। এই জয়ের ফলে সিরিজে ৪-১ জয় পেল ভারতীয় দল।

আরও পড়ুন – রবিবার মেগা ডার্বি, সতর্ক দুই প্রধান, রইল ইস্ট-মোহনের আপডেট



spot_img

Related articles

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার...