Saturday, August 23, 2025

সোমবার কুণালের মধ্যস্থতায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী, থাকবেন কমিশনের চেয়ারম্যান

Date:

এস এস সি নিয়োগ জটিলতার সমাধান সূত্র খুঁজতে আগামী সোমবার এসএলএসটি(নবম-দশম) চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত শুক্রবার চাকরিপ্রার্থীদের সঙ্গে একটি বৈঠক হয় তৃণমূল নেতা কুণাল ঘোষের। তারপরই চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের কথা জানান শিক্ষামন্ত্রী।

জানা গিয়েছে, চাকরিপ্রার্থীদের মধ্যে দুজন সোমবারের বৈঠকে থাকবেন। সোমবারের বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষকে উপস্থিত থাকতে বলা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও সোমবারের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষা সচিব মণীশ জৈন ও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। সোমবারের এই বৈঠক থেকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসবে কিনা, এখন সেটাই দেখার।

কিছুদিন আগেই এসএলএসটি চাকরিপ্রার্থীরা তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান। চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন কুণাল। কিন্তু এই সব চাকরিপ্রার্থীদের চাকরি যাতে করে দেওয়া যায় সেই আশ্বাসও দেন তৃণমূল নেতা। পুরো বিষয়টি কথা বলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকার কারণ হিসাবে আদালতে আটকে থাকা মামলাকে দায়ী করেছেন কুণাল। চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর কুণাল জানান, প্রত্যেক চাকরিপ্রার্থীরই চাকরি হয়ে যেত। কিন্তু আদালতে মামলা করে দেওয়ার জন্যই চাকরি আটকে গিয়েছে।

আরও পড়ুন- লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই ইস্তফা জাতীয় নির্বাচন কমিশনারের

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version