Sunday, May 4, 2025

যত কাণ্ড গাজাতে (Gaza)। সময় যত গড়াচ্ছে সেখানে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করছে। একদিকে যেমন যুদ্ধবিধবস্ত গাজায় অনাহারে, চরম দারিদ্রতায় দিন কাটছে বহু পরিবারের। তার মধ্যেই এমন এক খবর সামনে এল যা শুনলে চমকে উঠবেন আপনিও। এবার বিমান থেকে নীচে ফেলা ত্রাণবাহী প্যারাসুট ঠিকঠাক না খোলায় ত্রাণের বক্স চাপা পড়ে মৃত্যু হল কমপক্ষে পাঁচ জন প্যালেস্টাইনি (Palestine) শরণার্থীর (Civilians)। গুরুতর আহত কমপক্ষে ১০। সূত্রের খবর, পশ্চিম গাজায় যখন এমন কাণ্ড ঘটছে সেই সময় নীচে দাঁড়িয়েছিলেন স্থানীয় সাংবাদিক কাদের আল জানুন। তিনি জানান, বিমান থেকে প্যারাস্যুটের মাধ্যমে অনেকগুলি ত্রাণবোঝাই বাক্স ফেলা হচ্ছিল। তার মধ্যে একটি প্যারাসুট সময়মতো না খুলে শরণার্থী শিবিরের সামনের জমায়েতে গিয়ে ওই ত্রানের ভারী বক্স গিয়ে পড়ে।

ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পরে পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পাশাপাশি এখনও ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে যুদ্ধ পরিস্থিতি অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে চরম খাদ্যসংকটের ছবি উঠে এসেছে গাজার বিভিন্ন প্রান্তে। টানা ছ’মাস ক্ষুধা আর অপুষ্টিতে ভুগছেন প্যালেস্টাইনি নাগরিকদের বড় অংশ। এই পরিস্থিতিতে দক্ষিণ গাজার শরণার্থী শিবিরগুলিতে প্রতিদিনই ত্রাণের আশায় ভিড় জমাচ্ছেন প্যালেস্টাইনিরা। আর তার মধ্যেই ঘটে গেল বড়সড় অঘটন। গত ৭ অক্টোবর হামাসের রকেট হামলার পর থেকেই যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি প্যালেস্টাইনিদের গাজা ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তার মধ্যে এমন ঘটনায় নতুন করে অশান্ত হয়ে উঠল গাজা।

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version