Saturday, August 23, 2025

সিরিজ জয় ভারতের, পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে হারালো ইনিংস এবং ৬৪ রানে

Date:

সিরিজ জয় আগেই হয়ে গিয়েছিল। শেষ ম্যাচ ছিলো কার্যত নিয়মরক্ষার। তবুও এই ম্যাচ জয়ই লক্ষ্য ছিলো টিম ইন্ডিয়ার। যেমন চিন্তা ভাবনা তেমন কাজ। মাত্র তিনদিনই পঞ্চম টেস্ট জয় করল রোহিত শর্মার দল। ইংরেজদের এক ইনিংস এবং ৬৪ রানে হারায় টিম ইন্ডিয়া। ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স রবিচন্দ্রন অশ্বিনের। একাই নিলেন ৫ উইকেট। যদিও চোটের জন্য ম্যাচে ফিল্ডিং করতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরাহ। এই জয়ের ফলে সিরিজে ৪-১ জয় পেল ভারতীয় দল।

ম্যাচের তৃতীয় দিন ৪৭৭ রানে প্রথম ইনিংস শেষ করে টিম ইন্ডিয়া। ২৫৯ রানের লিড পায় ভারতীয় দল। কুলদীপ যাদব করেন ৩০ রান। যশপ্রীত বুমরাহ করেন ২০ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৯৫ রানে গুটিয়ে যায় ইংরেজদের ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট নেন অশ্বিন। ইংল্যান্ডের হয়ে একা লড়াই করেন , জো রুট। ৮৪ রান করেন তিনি। ৩৯ রান করেন জনি ব্রিস্টো। ২০ রান করেন টম হার্টলি। ১৯ রান করেন ওলি পপ। বেন ডুকেট করেন ২ রান। শূন্যরানে আউট হন জ্যাক ক্রোলি। টিম ইন্ডিয়ার হয়ে ৫ উইকেট নেন অশ্বিন। দুটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদব। ১ টি উইকেট নেন রবিন্দ্র জাদেজা।

পঞ্চম টেস্টে শুরু থেকে দাপট দেখায় টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ২১৮ রানে গুটিয়ে দেন কুলদীপ-অশ্বিন জুটি। কুলদীপ নেন ৫ উইকেট। ৪ উইকেট নেন অশ্বিন।

আরও পড়ুন- আগামিকাল মেগা ডার্বি , বড় ম্যাচ থেকে তিন পয়েন্ট লক্ষ্য হাবাসের

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version