প্যারাসুট না খোলায় বড়সড় অঘটন! গাজায় ফের মৃত্যু ৫ শরণার্থীর

যত কাণ্ড গাজাতে (Gaza)। সময় যত গড়াচ্ছে সেখানে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করছে। একদিকে যেমন যুদ্ধবিধবস্ত গাজায় অনাহারে, চরম দারিদ্রতায় দিন কাটছে বহু পরিবারের। তার মধ্যেই এমন এক খবর সামনে এল যা শুনলে চমকে উঠবেন আপনিও। এবার বিমান থেকে নীচে ফেলা ত্রাণবাহী প্যারাসুট ঠিকঠাক না খোলায় ত্রাণের বক্স চাপা পড়ে মৃত্যু হল কমপক্ষে পাঁচ জন প্যালেস্টাইনি (Palestine) শরণার্থীর (Civilians)। গুরুতর আহত কমপক্ষে ১০। সূত্রের খবর, পশ্চিম গাজায় যখন এমন কাণ্ড ঘটছে সেই সময় নীচে দাঁড়িয়েছিলেন স্থানীয় সাংবাদিক কাদের আল জানুন। তিনি জানান, বিমান থেকে প্যারাস্যুটের মাধ্যমে অনেকগুলি ত্রাণবোঝাই বাক্স ফেলা হচ্ছিল। তার মধ্যে একটি প্যারাসুট সময়মতো না খুলে শরণার্থী শিবিরের সামনের জমায়েতে গিয়ে ওই ত্রানের ভারী বক্স গিয়ে পড়ে।

ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পরে পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পাশাপাশি এখনও ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে যুদ্ধ পরিস্থিতি অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে চরম খাদ্যসংকটের ছবি উঠে এসেছে গাজার বিভিন্ন প্রান্তে। টানা ছ’মাস ক্ষুধা আর অপুষ্টিতে ভুগছেন প্যালেস্টাইনি নাগরিকদের বড় অংশ। এই পরিস্থিতিতে দক্ষিণ গাজার শরণার্থী শিবিরগুলিতে প্রতিদিনই ত্রাণের আশায় ভিড় জমাচ্ছেন প্যালেস্টাইনিরা। আর তার মধ্যেই ঘটে গেল বড়সড় অঘটন। গত ৭ অক্টোবর হামাসের রকেট হামলার পর থেকেই যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি প্যালেস্টাইনিদের গাজা ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তার মধ্যে এমন ঘটনায় নতুন করে অশান্ত হয়ে উঠল গাজা।

Previous articleসিরিজ জয় ভারতের, পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে হারালো ইনিংস এবং ৬৪ রানে
Next article“ব্রিগেডের ট্রেন বাতিল কেন?” শিলিগুড়িতে মোদির সভার প্রধানমন্ত্রীকে প্রশ্নবাণ তৃণমূলের