লোকসভা ভোটের আগে বসিরহাট পুলিশ জেলায় বড়সড় রদবদল! বদলে গেল সন্দেশখালি থানার ওসি

সন্দেশখালি (Sandeskhali) থানার (Police Station) ওসি (OC) বদল! ওসি বিশ্বজিৎ সাঁপুইকে (Biswajit Sanfui) সন্দেশখালি থেকে বসিরহাট থানায় বদলি করে দেওয়া হল। পরিবর্তে সন্দেশখালি থানার নয়া দায়িত্ব তুলে দেওয়া হল বসিরহাট পুলিশ জেলার(Basirhat Police District) স্পেশাল অপারেশন গ্রুপের (SOG) ওসি গোপাল সরকার গোপাল সরকারের (Gopal Sarkar) হাতে। পুলিশ সূত্রে খবর, এটা রুটিন বদলি। তবে বিরোধীদের অভিযোগ, তিন মাস আগে হাড়োয়া থানা থেকে সন্দেশখালিতে এসেছিলেন বিশ্বজিৎ। এরপর খবরের শিরোনামে উঠে আসে সন্দেশখালি।  সেই কারণেই নাকি ওসিকে সন্দেশখালি থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত তিনি বসিরহাট থানার দায়িত্ব সামলাবেন। তবে বসিরহাট পুলিশ সুপার মেহেদী হাসান সাফ জানিয়েছেন, এটি রুটিন বদলি (Routine Transfer)। নেপথ্যে অন্য কোনও কারণ নেই।

শনিবার সকালে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন বসিরহাট পুলিশ জেলার সুপার হাসান মেহেদী রহমান। তাতে জানানো হয়েছে, সন্দেশখালি থানায় বর্তমানে যে ওসি ছিলেন, সেই বিশ্বজিৎ সাঁপুইকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বসিরহাট থানায়। আর বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি গোপাল সরকারকে পাঠানো হচ্ছে সন্দেশখালিতে। পাশাপাশি বাদুরিয়া থানার বর্তমান ওসি প্রশান্ত মন্ডলকে পাঠিয়ে দেওয়া হচ্ছে হেমনগর কোস্টাল থানায়। একইসঙ্গে বসিরহাট পুলিশ জেলায় আইনশঙ্খলার দায়িত্বে থাকা চার সাব ইন্সপেক্টর জয়ন্ত ঘোষ, তাপস কান্নার, শৈলেন্দ্র মিস্ত্রি ও রাজু মণ্ডলকে বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

 

Previous articleআতঙ্কের ছবি গুজরাটে! মোদির রাজ্যে দিনে গড়ে ছয়জন ধর্ষিতা
Next articleসিরিজ জয় ভারতের, পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে হারালো ইনিংস এবং ৬৪ রানে