Friday, November 7, 2025

‘দুঃখজনক অজুহাত’! SBI-কে তোপ দেগে নির্বাচন কমিশনে আবেদন প্রাক্তন আমলাদের

Date:

নির্বাচনী বন্ডের হিসাব পেশের জন্য দেশের সবথেকে বড় ব্যাঙ্ক এসবিআই-এর চারমাস সময় চাওয়ায় ঘটনাকে ‘দুঃখজনক অজুহাত’ বলে দাবি করলেন প্রাক্তন আমলারা। ৭৯ জন অবসরপ্রাপ্ত আমলা জাতীয় নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন জানান যাতে এসবিআই-এর নির্বাচন বন্ড সংক্রান্ত তথ্য সুপ্রিম কোর্টের দেওয়া সময়ের মধ্যে পেশ করার আগে নির্বাচন ঘোষণা না করা হয়।

প্রাক্তন আমলাদের দাবি, “এসবিআই ভারতের সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়ে, ৩০ জুন পর্যন্ত সময় চেয়েছে। যে সময়ের মধ্যে আসন্ন সংসদ নির্বাচন সম্পূর্ণ হয়ে যাবে। আমরা হতাশার সাথে লক্ষ্য করেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আদালতের কাছে আরও সময় চেয়ে এসবিআই এর আবেদন জানাতে সময় লেগেছে সতেরো (৪ মার্চ) দিন।” প্রথমত তাঁদের উদ্দেশ্য নিয়েই এখানে প্রশ্ন তোলা হয়। তাঁদের পক্ষ থেকে সমালোচনা করা হয়েছে দেশের সবথেকে বড় প্রযুক্তির অধিকারী ব্যাঙ্কের সময়-কে কারণ দেখিয়ে বন্ডে তথ্য পেশ না করাকে। তাঁদের দাবি, “দেশের সবথেকে বড় ব্যাঙ্ক যার ৪৮ কোটি গ্রাহক অ্যাকাউন্ট এবং যারা জাহির করে নিজেদের ডিজিটাইজেশন নিয়ে, তাদের পক্ষ থেকে দুঃখজনক অজুহাত পেশ করা হয়েছে যে রেকর্ড হাতে কলমে রয়েছে তাই পেশ করতে সময় লাগবে।”

যদিও অল ইন্ডিয়া ব্যাঙ্কিং অফিসার্স কনফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক টমাস ফ্রাঙ্কো দাবি করেছেন এসবিআই ২০১৮ সালের জুনে ভারত সরকারের কাছে ৬০ লাখ টাকার বেশি চেয়েছিল নির্বাচনী বন্ড প্রকল্পের তথ্যপ্রযুক্তি সিস্টেমের উন্নয়নের জন্য। এবং একটি আরটিআই-এর উত্তরে জানা গিয়েছে যে মাত্র ছয় দিনের মধ্যে ছয় বছরে বিক্রি হওয়া বন্ডের বিবরণ দেওয়া সম্ভব। বিজেপি সরকারের নির্বাচনী বন্ড প্রকল্প তৈরি হওয়ার সময় তৎকালীন অর্থসচিব সুভাষ চন্দ্র গর্গ বলেছিলেন সাক্ষাত্কারে বলেছেন যে বন্ডের তথ্য তৈরী করতে দশ মিনিটের বেশি সময় নেওয়া উচিত নয়।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version