Thursday, August 21, 2025

দ্রুত ৬৬ কোটি টাকা ফেরতের নির্দেশ! লন্ডন হাই কোর্টের রায়ে মাথায় হাত নীরব মোদির

Date:

Share post:

পালিয়ে গিয়েও স্বস্তি নেই! এবার পলাতক ব্যবসায়ী নীরব মোদিকে (Nirav Modi) বড় অঙ্কের টাকা ফেরানোর নির্দেশ লন্ডন হাই কোর্টের (London High Court)। সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank of India) একটি মামলার পরিপ্রেক্ষিতে ৮০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারই নীরব মোদির দুবাইয়ে (Dubai) অবস্থিত একটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে লন্ডন হাই কোর্টের দ্বারস্থ হয় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ নীরবের সংস্থা ‘ফায়ারস্টার ডায়মন্ড এফজেডই’ নামে সংস্থার কাছ থেকে মোট ৮০ লক্ষ ডলার পায় তারা। মামলার শুনানিতে আদালতের সাফ নির্দেশ বিশ্বের যে কোনও প্রান্তে থাকা মোদির সম্পত্তি নিলাম করে অর্থ উদ্ধারের অনুমতি দেওয়া হচ্ছে।

ঋণখেলাপি মামলায় পলাতক ভারতীয় ব্যবসায়ী মোদি বন্দি রয়েছেন ব্রিটেনের কারাগারে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মামলার প্রেক্ষিতে শুক্রবার আদালতের পর্যবেক্ষণ, হিরে ব্যবসায়ীর বিরুদ্ধে এই মামলা আর এগোনোর প্রয়োজন নেই। খুব শীঘ্রই তাঁর সংস্থার কাছ থেকে মোট ৮০ লক্ষ ডলার নিতে হবে। দিনকয়েক আগেই মোদির ১৩৯৬.০৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তবে সেই সম্পত্তি কাদের হাতে যাবে, তা নিয়ে শুনানিও চলছে বিশেষ আদালতে। অন্যদিকে, নীরবের নাগাল পেতে ব্রিটেনে পাড়ি দিচ্ছেন ভারতের তদন্তকারীরাও। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না। বিরোধীদের অভিযোগ, নরেন্দ্র মোদির আশীর্বাদে লন্ডনে বহাল তবিয়তে রয়েছেন নীরব।

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...