Tuesday, November 4, 2025

দ্রুত ৬৬ কোটি টাকা ফেরতের নির্দেশ! লন্ডন হাই কোর্টের রায়ে মাথায় হাত নীরব মোদির

Date:

পালিয়ে গিয়েও স্বস্তি নেই! এবার পলাতক ব্যবসায়ী নীরব মোদিকে (Nirav Modi) বড় অঙ্কের টাকা ফেরানোর নির্দেশ লন্ডন হাই কোর্টের (London High Court)। সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank of India) একটি মামলার পরিপ্রেক্ষিতে ৮০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারই নীরব মোদির দুবাইয়ে (Dubai) অবস্থিত একটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে লন্ডন হাই কোর্টের দ্বারস্থ হয় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ নীরবের সংস্থা ‘ফায়ারস্টার ডায়মন্ড এফজেডই’ নামে সংস্থার কাছ থেকে মোট ৮০ লক্ষ ডলার পায় তারা। মামলার শুনানিতে আদালতের সাফ নির্দেশ বিশ্বের যে কোনও প্রান্তে থাকা মোদির সম্পত্তি নিলাম করে অর্থ উদ্ধারের অনুমতি দেওয়া হচ্ছে।

ঋণখেলাপি মামলায় পলাতক ভারতীয় ব্যবসায়ী মোদি বন্দি রয়েছেন ব্রিটেনের কারাগারে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মামলার প্রেক্ষিতে শুক্রবার আদালতের পর্যবেক্ষণ, হিরে ব্যবসায়ীর বিরুদ্ধে এই মামলা আর এগোনোর প্রয়োজন নেই। খুব শীঘ্রই তাঁর সংস্থার কাছ থেকে মোট ৮০ লক্ষ ডলার নিতে হবে। দিনকয়েক আগেই মোদির ১৩৯৬.০৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তবে সেই সম্পত্তি কাদের হাতে যাবে, তা নিয়ে শুনানিও চলছে বিশেষ আদালতে। অন্যদিকে, নীরবের নাগাল পেতে ব্রিটেনে পাড়ি দিচ্ছেন ভারতের তদন্তকারীরাও। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না। বিরোধীদের অভিযোগ, নরেন্দ্র মোদির আশীর্বাদে লন্ডনে বহাল তবিয়তে রয়েছেন নীরব।

 

 

Related articles

SIR-র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে তৃণমূলের ঐতিহাসিক মিছিল, নেতৃত্বে মমতা-অভিষেক

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের...

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...
Exit mobile version