Monday, November 10, 2025

রবিবার মেগা ডার্বি, সতর্ক দুই প্রধান, রইল ইস্ট-মোহনের আপডেট

Date:

আগামিকাল বড় ম্যাচ। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। ফিরতি ডার্বির আগে চাপমুক্ত থাকার চেষ্টায় দুই প্রধান। মোহনবাগান শেষ ছ’টি ম্যাচে অপরাজিত থেকে লিগ-শিল্ড জয়কে পাখির চোখ করে আইএসএলের শীর্ষস্থান দখলের লড়াই করছে। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আন্তোনিও লোপেজ হাবাসের দল রয়েছে তিন নম্বরে। অন্যদিকে, পরের পর ম্যাচে হেরে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের তলানিতে। শেষ দুই ম্যাচ হেরে ডার্বিতে মর্যাদার যুদ্ধে নামছে কার্লোস কুয়াদ্রাতের দল। পাঞ্জাব দু’দিন আগে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে দেওয়ায় ইস্টবেঙ্গলের প্লে-অফ অঙ্ক আরও কঠিন। তারা দশ নম্বরে নেমে গিয়েছে। ১৮ পয়েন্ট তাদের।

বৃহস্পতিবার গোয়া থেকে শহরে ফেরার পর শুক্রবার ডার্বির প্রস্তুতি শুরু করে ইস্টবেঙ্গল। সকালে হালকা অনুশীলন করে দল। রাইট ব্যাক মহম্মদ রাকিপকে কার্ড সমস্যার জন্য বড় ম্যাচে পাবে না ইস্টবেঙ্গল। আর কারও অবশ্য চোট সমস্যা নেই। গোয়া ম্যাচে সাউল ক্রেসপোকে স্কোয়াডে রাখা হলেও তাঁকে খেলাননি কুয়াদ্রাত। ক্রেসপো ফিট। ডার্বিতে মাঝমাঠের শক্তি বাড়াতে স্প্যানিশ মিডিওকে ফেরাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ।

পরপর ম্যাচ খেলায় ফুটবলাররা ক্লান্ত। সুপার কাপ জয়ের পর দল ধারাবাহিকতা দেখাতে পারছে না। কুয়াদ্রাত মনে করছেন, তাঁর দলের ফুটবলাররা ক্লান্তির কারণেই টানা ম্যাচ খেলার ধকল নিতে পারছেন না। তাই ডার্বির আগে শারীরিক ও মানসিকভাবে ফুটবলারদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন ইস্টবেঙ্গল কোচ। চলতি মরশুমে মোহনবাগানের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে রয়েছেন ক্লেটন সিলভারা। এটাই মর্যাদার ম্যাচের আগে মনোবল বাড়াচ্ছে লাল-হলুদ শিবিরে। লড়াকু ফুটবল খেলেই আরও একবার ডার্বি জিতে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় ইস্টবেঙ্গল। তাই মহারণের আগে সতর্ক নন্দকুমাররা।

সবুজ-মেরুন শিবির অবশ্য খোশমেজাজে। একটু অস্বস্তি ব্রেন্ডন হামিলকে নিয়ে। মাসল পুল থাকায় শুক্রবার হালকা অনুশীলন করেন অস্ট্রেলীয় ডিফেন্ডার। আশিস রাই অবশ্য চোট সারিয়ে অনুশীলন করছেন। ফিট সাহাল আব্দুল সামাদ। হামিলকে দেখার আরও একটা দিন সময় পাবেন হাবাস। তবে আনোয়ার আলি, শুভাশিস বোসরা রয়েছেন। চিন্তা নেই সবুজ-মেরুনের।

আরও পড়ুন- সিরিজ জয় ভারতের, পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে হারালো ইনিংস এবং ৬৪ রানে

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version