Monday, August 25, 2025

এপ্রিলে কেন্দ্র না দিলে ১ মে থেকে আবাসের টাকাও দেবে রাজ্য, ব্রিগেডে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী রাজ্যের শাসকদলকে বারবার মিথ্যা অপবাদ দিয়েছেন আবাস যোজনার ঘর নিয়ে। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কতটা মিথ্যা প্রচারে মানুষকে ভুল বোঝাচ্ছেন তার প্রমাণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সঙ্গে মঞ্চ থেকেই ঘোষণা করে দিলেন বাংলার মানুষকে মাথার ওপরে ছাদ তৃণমূল পরিচালিত সরকারই দেবে।

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “২০২১-২২ অর্থবর্ষ থেকে কোনও টাকা দেয়নি কেন্দ্র সরকার। না দিয়েই বলছে খেয়ে ফেলেছে। মোদিবাবু কথা বলছেন কিছু অফিসারের কথা শুনে। মোদিবাবুকে বলব তথ্যটা যাচাই করে নিন।”

এরপরই তিনি আবাস যোজনায় বাংলার বঞ্চনার আসল ছবিটা তুলে ধরেন। তৃণমূল সুপ্রিমো বলেন, “কেন্দ্র দিয়েছে ২৯ হাজার কোটি, আমরা দিয়েছি ২০ হাজার কোটি। আমরা ৪৩ হাজার বাড়ি তৈরি করে দিয়েছিলাম। তারপর দু বছর ধরে বাড়ির টাকা এক পয়সাও দেননি। ১১ লক্ষ মানুষকে দেবে বলে স্ক্রুটিনি করার পরেও দেয়নি। আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি, যদি ১ মে-র মধ্যে বাড়ি না দেয় ১১লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেব। আমাদের সরকার গরিব মানুষের জন্য তৈরি করবে।”

সেই সঙ্গে সাধারণ মানুষের অধিকার আবাসের বাড়ি নিয়ে রাজ্যের বিজেপি সাংসদদের আসল চেহারাও প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, “১৮টা সিটে বিজেপি জিতেছিল। কী করেছে? বাংলার মানুষ ১৮ এমপি জিতিয়েছিল। তারপর থেকে অত্যাচার শুরু করেছে। সব বন্ধ করে দিয়েছে বাংলার।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version