Monday, November 10, 2025

উদ্ধবকে কটাক্ষ কংগ্রেসের,মহারাষ্ট্রে সমস্যায় মহাজোট

Date:

Share post:

লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে।যে কোনও দিনই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। কিন্তু এই আবহেও মহারাষ্ট্রে সমস্যায় ইন্ডিয়া জোট। কারণ, কংগ্রেস, শিব সেনার উদ্ধব শিবির ও এনসিপির শরদ পওয়ার শিবির একজোট হয়ে নির্বাচনে লড়তে চলেছে। কিন্তু সেই মহা বিকাশ আঘাড়ি অস্বস্তিতে পড়েছে এক কংগ্রেস নেতার মন্তব্যে। জোটসঙ্গী দলের প্রধান উদ্ধবকে ‘পড়ে থাকা শিব সেনার প্রধান’ বলে খোঁচা দিয়েছেন তিনি। আর এর পরই শুরু হয়েছে বিতর্ক।মহারাষ্ট্রের কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম উদ্ধবকে ‘বাঁচি কুচি শিব সেনা কে প্রমুখ’ বলে কটাক্ষ করেছেন।

আসলে তার এই অসন্তোষের নেপথ্যে রয়েছে উদ্ধবের একটি ঘোষণা। উত্তর-পশ্চিম মুম্বই লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে উদ্ধবের দলের অমল কীর্তিকারের নাম ঘোষণা করা হয়েছে। অথচ এখনও চূড়ান্ত আসনরফা হয়ইনি। তার আগেই প্রবীণ শিব সেনা নেতার এই ঘোষণাতে তাল কেটেছে ইন্ডিয়া জোটে। চটেছে মহারাষ্ট্রের হাত শিবির। জানা গিয়েছে, সঞ্জয় নিজে ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। আর সেই কারণেই এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে তিনি এমন মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন, কাল পড়ে থাকা শিব সেনার প্রধান আন্ধেরিতে উত্তর-পশ্চিম লোকসভায় প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন। কাল থেকে ফোন এসেই চলেছে। এটা কী করে হতে পারে? মহা বিকাশ আঘাড়ির দুই ডজন বৈঠকের পরও এখনও পর্যন্ত আসনরফা চূড়ান্ত হয়নি। যে ৮-৯টা আসন নিয়ে আলোচনা চলছে এখনও, তার মধ্যে এই আসনও রয়েছে। তাহলে শিব সেনার তরফে এমন ঘোষণা জোটধর্মের পরিপন্থী নয় কি?

শুধুমাত্র এখানেই থেমে না থেকে, অমল কীর্তিকারের বিরুদ্ধে ‘খিচুড়ি কেলেঙ্কারি’র অভিযোগ তুলছে কংগ্রেস। তাদের অভিযোগ, কোভিড কালে পরিযায়ী শ্রমিকদের খাদ্য বিলির টাকা আত্মসাৎ করেছেন অমল।

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...