ট্রেনের কামরায় নিজে থেকেই লাফাচ্ছে ব্যাগ! আতঙ্কে শিয়ালদহ শাখার যাত্রীরা

এদিন সকালে এক মহিলা লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনে ওঠেন। তিনি গড়িয়ায় দিকে যাচ্ছিলেন, সঙ্গে ছিল একটা ব্যাগ।

গড়গড়িয়ে ট্রেন চলছিল, আচমকা লোকাল ট্রেনের (Fear in Local Train) কামড়ায় নড়ে উঠলো একটা ব্যাগ। প্রথমে ব্যাপারটা বুঝে উঠতে পারেননি যাত্রীরা। কিছুক্ষণ পর আবার একই ঘটনা, এবার রীতিমতো লাফালাফি জুড়ে দিল ব্যাগ। এ কী কাণ্ড! ‘সাপ’ ‘সাপ’ বলে চিৎকার করে ওঠেন সকলে। আতঙ্কে ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। যাত্রীদের চিৎকারে ট্রেন থামিয়ে দেন গার্ড। এরপর ব্যাগ খুলতেই যা দেখা গেল তাতে চক্ষু চড়কগাছ সকলের।

শিয়ালদহ দক্ষিণ বিভাগের (South Section of Sealdah Division) লক্ষ্মীকান্তপুর শাখায় একটি লোকাল ট্রেনের ঘটনা। এদিন সকালে এক মহিলা লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনে ওঠেন। তিনি গড়িয়ায় দিকে যাচ্ছিলেন, সঙ্গে ছিল একটা ব্যাগ। ট্রেন গোচরণ স্টেশনে ঢোকার আগে আচমকা পায়ের কাছে রাখা ব্যাগটি নড়েচড়ে ওঠে। মুহূর্তের মধ্যে ‘সাপ’ ‘সাপ’ বলে যাত্রীরা চিৎকার শুরু করেন। থামানো হয় ট্রেন, ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশ। মহিলা ততক্ষণে কান্না জুড়ে দিয়েছেন। এরপর ব্যাগ খুলে দেখা যায় সেখানে রয়েছে দুটি হাঁস। তাদের নড়াচড়ার জেরেই এত কাণ্ড। এরপর ওই মহিলাকে লেডিজ কম্পারট্মেন্ট থেকে নামিয়ে ভেন্ডারে পাঠানো হয়।


Previous articleউদ্ধবকে কটাক্ষ কংগ্রেসের,মহারাষ্ট্রে সমস্যায় মহাজোট
Next articleনারী ক্ষমতায়নে জোর, ৪২-এর মধ্যে ১২ আসনে মহিলাপ্রার্থী ঘোষণা তৃণমূলের