অপারেশন শেষ, কেমন আছেন বলিউড অভিনেতা অর্জুন?

0
1

সোশ্যাল মিডিয়ায় অনেক আগেই ছড়িয়ে পড়েছিল বলিউড অভিনেতা অর্জুন বিজলানির (Arjun Bijlani) অসুস্থতার খবর। উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেতার ফ্যানেরা। ঠিক কী হয়েছে? কেন অর্জুন হাসপাতালে? প্রশ্ন আসতেই অর্জুনের স্ত্রী জানিয়েছিলেন অ্যাপেন্ডিসাইটিস (Appendicitis) সমস্যার কারণে হঠাৎ পেটে যন্ত্রণা শুরু হয়েছিল অভিনেতার। তাই অপারেশন করাতে হয়। তবে আপাতত তিনি সুস্থ আছেন।

অর্জুনের প্রোফাইল থেকে আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তাঁর হাসপাতালের কেবিনে টিভি চলছে। অর্জুন তা দেখছেন বেশ খোশমেজাজে। সমাজমাধ্যমে অর্জুনের একটি ছবি শেয়ার করে নিয়ে স্ত্রী নেহা স্বামী বিজলানি (Neha Swami Bijlani) লেখেন, চিকিৎসক এবং ভগবানকে অশেষ ধন্যবাদ। অর্জুনের অস্ত্রোপচার সফল হয়েছে। ওর সমস্ত অনুরাগী, যাঁরা ওঁর জন্য প্রার্থনা করেছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।’