Monday, November 3, 2025

মোদির গুণগান গাইলেই বিপদ! ভোটের মুখে দিল্লির মহিলাদের ‘আজব নিদান’ কেজরিওয়ালের

Date:

Share post:

সময় যত এগিয়ে আসছে লোকসভা ভোটকে (Loksabha Election) সামনে রেখে রাজনীতির ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। সবার একটাই লক্ষ্য কীভাবে অন্য দলের থেকে নিজেকে একটু আলাদাভাবে জনসাধারণের কাছে নিজেদের তুলে ধরা যায়। আর সেই কসরতে এতটুকু কমতি রাখছে না কোনও রাজনৈতিক দলই। সাধারণ মানুষের মনে যা ভালো লাগে সেগুলি একটু ঘষে মেজে আরও মুখরোচক করে পরিবেশন করছেন রাজনৈতিক দলের নেতানেত্রীরা। আর এমন মন্তব্য করতে গিয়ে অনেকে ভাষা সংযম হারাচ্ছেন বলে অভিযোগ। তেমনই এক অভিযোগ সামনে এল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal) বিরুদ্ধে। মহিলাদের কাছে ভোট চাইতে গিয়ে বড়সড় নির্দেশ দিলেন আপ প্রধান। আর এমন মন্তব্য ভাইরাল হতে বেশি সময় লাগেনি। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় হটকেকের মতো ছড়িয়ে পড়ে কেজরিওয়ালের মন্তব্য। শুক্রবার দিল্লির টাউন হলে মহিলা ভোটারদের নিয়ে একটি কর্মসূচির আয়োজন করে দিল্লির (Delhi) কেজরিওয়াল সরকার। আর সেখানে ভাষণ দিতে গিয়েই বেফাঁস মন্তব্য করেন আপ সুপ্রিমো(AAP Supremo)।

ঠিক কী বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী?

সম্প্রতি বাজেট পেশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ মডেল প্রকল্পের অনুকরণে ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’-র অধীনে ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেন। আর লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের সুবিধোভোগীদের নিয়ে শনিবার দিল্লির টাউন হলে একটি কর্মসূচির আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী সাফ জানান, অনেক পুরুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে জয়ধ্বনি দেন। এরপরই মহিলাদের উদ্দেশে কেজরি বলেন, যদি আপনার স্বামী মোদির নামে জয়ধ্বনি দেন, তা হলে তাঁকে জানিয়ে দিন যে রাতের খাবার দেবেন না। তবে এখানেই শেষ নয় এদিন দিল্লির মহিলাদের কাছে নিজেকে ‘ভাই’ বলে সম্বোধন করে দিল্লির প্রধানমন্ত্রী বলেন, বিজেপি নয়, আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দিন আপকেই। আর কেজরির এমন মন্তব্যের পরই তেলেবেগুনে জ্বলে উঠেছে গেরুয়া শিবির। বিজেপির পাল্টা দাবি, এসব করে আসলে কিছুই লাভের লাভ হবে না। মানুষকে টাকা দিয়ে ভোটে জেতার চেষ্টা করছে আম আদমি পার্টি। পাশাপাশি প্রধানমন্ত্রীর নামেও কুরুচিকর মন্তব্য করছেন আপ প্রধান।

তবে এখানেই থেমে থাকেননি কেজরিওয়াল। এদিনের অনুষ্ঠানে সরকারের কাজের খতিয়ান তুলে ধরে বিজেপির উদ্দেশে আক্রমণ শানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিকে বলে দিন, আমি বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছি, বিনামূল্যে বাস পরিষেবা দিয়েছি আর এখন আমি মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দিচ্ছি। কেজরি মহিলাদের উদ্দেশে আরও আরও প্রশ্ন তোলেন বিজেপি কী করেছে আপনাদের জন্য? কেন তবে বিজেপিকে ভোট দেবেন? এবার কেজরিওয়ালকে ভোট দিন।

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...