Monday, August 25, 2025

জনগর্জন সভা: বাংলা সংস্কৃতির জয়গানে ব্রিগেডে শুরু অনুষ্ঠান!

Date:

Share post:

রাজপথে সব রাস্তা আজ ব্রিগেডমুখী। অপেক্ষার অবসান, ব্রিগেডে শুরু তৃণমূল কংগ্রেসের ‘জনগর্জন সভা’র (Janogarjon Sabha)পূর্ববর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান। ঘড়ির কাঁটায় ঠিক সকাল ১১টায় মঞ্চে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন দেবলীনা কুমার (Debolina Kumar)ও তাঁর নৃত্যগোষ্ঠী। শুরুতে ‘ ধিতাং ধিতাং’ বোলে ব্রিগেডে উপস্থিত অসংখ্য কর্মী সমর্থকের উন্মাদনা চোখে পড়ার মতো। এরপরই মঞ্চে আসেন মন্ত্রী শশী পাঁজা ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত অতিথি, রাজ্য ও জেলাস্তরের বিভিন্ন শাখা সংগঠনের বরণ করে নেওয়া হয়। ততক্ষণে মঞ্চে পরিবর্তন গোষ্ঠীর তাঁদের সঙ্গীত উপস্থাপনে প্রস্তুত। তাঁদের গলায় ধ্বনিত হল তৃণমূলের জয়গান। ততক্ষণে মাঠ প্রায় অর্ধেকের বেশি ভরে গিয়েছে। মুখে ‘জয় বাংলা’ শ্লোগান আর হাতে তৃণমূলের পতাকা নিয়ে আজ সবার গন্তব্য শুধুই ‘জনগর্জন সভা’।

রবিবাসরীয় কলকাতায় আজ অন্য মেজাজ। আজ সকলের মুখে শুধুই মমতা – অভিষেক, লক্ষ্য জনগর্জন সভা। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সব জেলা থেকেই তৃণমূল কর্মী সমর্থকেরা আজ রাজপথে। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু করে হাজরা কিংবা হাওড়া স্টেশন, একাধিক মিছিল এগোচ্ছে ব্রিগেডের দিকে। কারোর হাতে ঢাক, কেউ এনেছেন তাসা, কেউ আবার প্রতীকী ওয়াশিং মেশিনে বিজেপিকে তুলোধোনা করছেন। ব্রিগেড সভামঞ্চে আর কিছু ক্ষণের মধ্যে তৃণমূল নেতা-নেত্রীরা বক্তব্য রাখতে শুরু করবেন। তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।

মঞ্চে কখনও বাংলা আধুনিক গান আবার কখনও কালজয়ী ‘ হৃদমাঝারে রাখব’ গেয়ে উঠলেন লক্ষণ দাস বাউল। এদিন পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ পরিবেশন করেন শিল্পী যোধারাম কুমার। বাংলা ব্যান্ড ‘জয়ী’ সঙ্গীত পরিবেশন করে। কড়া রোদেও রেকর্ড ভিড় তৃণমূলের ব্রিগেডে।


spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...