Thursday, November 6, 2025

আজ বড় ম্যাচ, মাঠে প্রবেশে কী কী নিষেধাজ্ঞা সমর্থকদের কাছে ? রইল বিস্তারিত

Date:

Share post:

আজ শহরে বড় ম্যাচ। আইএসএল-এর ফিরতি ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি-মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে সমর্থকদের মধ্যে। এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে থাকে আবেগ । যা প্রকাশ পায় মাঠে টিফোর মাধ্যমে। কিন্তু জানা যাচ্ছে রবিবারের বড় ম্যাচে নিয়ে ঢোকা যাবে না টিফো। সূত্রের খবর , দুই দলের সমর্থকদেরই তা জানিয়ে দিয়েছে ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল। কিছুদিন আগেই জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচে টিফো নিয়ে বিতর্ক হয়েছিল। সমর্থকরা এই টিফো নিয়ে আসায় জরিমানার মুখে পড়তে হয় মোহনবাগান সুপার জায়ান্টকে। ইতিমধ্যেই এই ডার্বি আয়োজন নিয়ে বিতর্ক কম হয়নি। সময় নিয়ে সমস্যার পর টিকিট নিয়েও নানা বিতর্ক শুরু হয়।

প্রত্যেক ডার্বিতেই নানা ধরণের টিফো নিয়ে আসেন দুই দলের সমর্থকরা। সেই টিফোতে থাকে সমর্থকদের আবেগ। আবার কখন ও থাকে বিপক্ষ দল নিয়ে কটাক্ষ। তাই আগে থেকেই এই বিষয়ে সর্তক ইস্টবেঙ্গল। কারণ কয়েকদিন আগে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচে টিফো নিয়ে শাস্তির মুখে পরে মোহনবাগান। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। এছাড়াও সমর্থকরা নিয়ে যেতে পারবেন না ছাতা, জলের বোতল, ক্যামেরা, ড্রাম, হেলমেট।

এবারেও ডার্বি নিয়ে বিতর্ক কম হয়নি। প্রথমে ডার্বির দিনেই তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। সেই কারণেই সন্ধ্যা সাড়ে সাতটায় ডার্বি শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হবে রাত সাড়ে আটটায়। শুধু তাই নয়, এরপর শুরু হয় টিকিটের দাম নিয়ে বিতর্ক। প্রথমে দেখা যায়, টিকিটের দাম ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কম হলেও মোহনবাগান সমর্থকদের ক্ষেত্রে দাম অনেক বেশি।পরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তখেপে সমস্যার কিছুটা সমাধান হয়।

আরও পড়ুন- পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে নারাজ , তিন পয়েন্ট লক্ষ্য হাবাসের

 

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...