Thursday, August 28, 2025

১১ মার্চ ২০২৪ দেশ জুড়ে লোকসভা ভোটের আগে চক্রান্তের নাগরিকত্ব আইন লাগু করল বিজেপি সরকার। রাত দশটায় লাগু হওয়ার সম্ভাবনা থাকলেও সন্ধ্যাতেই জারি হয়ে গেল বিজ্ঞপ্তি। এই আইনের আওতায় আসা নাগরিকরা কীভাবে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন সেই বিষয়েও নিয়ম প্রকাশিত হল।

প্রথমবার ক্ষমতায় আসার পরই প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ভারতে আসা অ-মুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দেয় বিজেপি। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির নির্বাচনী ইস্তেহারে প্রাধান্য দেওয়া হয় এই আইন প্রণয়ন। ২০১৯ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসে তিন প্রতিবেশি দেশের অ-মুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার বিল পাশ করে। রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আইনেও পরিণত হয় ২০১৯ সালে। তবে দেশের একাধিক রাজ্য এই আইন কার্যকর করার পথে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাও তার মধ্যে একটি রাজ্য যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এই আইনের বিরোধিতা করে এসেছেন।

একাধিক রাজ্যের প্রতিরোধে ২০১৯ সাল থেকে এই আইন কার্যকর করতে পারেনি কেন্দ্র সরকার। এবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তির সঙ্গে একটি পোর্টাল চালু করা হবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সেখানে আবেদনের মাধ্যমে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। ৩১ ডিসেম্বর ২০১৪ সালের পরে ছয় ধর্মের যারা তিন প্রতিবেশি দেশ থেকে এসেছেন তাদের জন্য প্রযোজ্য এই আইন। সোমবার বিধি নথিবদ্ধ করার ঘোষণার সঙ্গে সঙ্গে জাতীয় রাজধানী দিল্লি সহ একাধিক শহরে সিএএ বিধি প্রয়োগের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে।

ঐতিহাসিকভাবে আইনে পরিণত হওয়ার সাড়ে চার বছর পর কার্যকর হল সংশোধিত নাগরিকত্ব আইন। যার ফলে এই আইনের নাম হল সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৯। আর যে নিয়মগুলি মেনে ভারতের নাগরিকত্ব পেতে হবে তার নাম সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৪। ভারতের সংবিধান অনুযায়ী কোনও রাষ্ট্রপতির সাক্ষর হয়ে আইনে পরিণত হয়ে যাওয়ার ছয়মাসের মধ্যে লাগু করতে হবে। অসাধারণ রাজনৈতিক পরিকল্পনার ফলে অমিত শাহ নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বারবার শুধু দিন বাড়িয়ে গিয়েছেন আইন কার্যকর করার জন্য। আবার নাগরিক হওয়ার আবেদনের গোটা প্রক্রিয়া করা যাবে শুধুমাত্র অনলাইনে, জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version