Wednesday, December 3, 2025

ভোটে প্রথম বারের জন্য প্রার্থীর খরচ তালিকায় যুক্ত হচ্ছে ‘টোটো’

Date:

বাস, ট্রাক, ট্যাক্সির সঙ্গে এবার ভোটে প্রথম বারের জন্য প্রার্থীর খরচ তালিকায় যুক্ত হচ্ছে ‘টোটো’ বা ই-রিক্সাও। নির্বাচনী প্রচারে টোটো ব্যবহার বেড়ে যাওয়ায় এবার এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। টোটো ব্যবহারের সুবিধা হল, ছোট গলিতেও সহজে টোটো প্রবেশ করতে পারে। ফলে রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচনী প্রচারে টোটোকে কাজে লাগানোর প্রবণতা বেড়েছে।সেকারণেই এবারের লোকসভা নির্বাচনে প্রচারের ক্ষেত্রে টোটো ব্যবহার হলেই, সেই বাবদ কত খরচ হল তার হিসাব দিতে হবে প্রার্থীকে। প্রার্থীর ভোট খরচের সঙ্গে তা যুক্ত করা হবে বলে এক নির্দেশিকায় জানিয়েছে নির্বাচন কমিশন।একজন প্রার্থী ভোটে ৯৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। সেই খরচের মধ্যেই এবার যুক্ত হবে টোটো নিয়ে প্রচারের খরচও।

তবে নির্বাচনী প্রচারে টোটোর ব্যবহারের ক্ষেত্রেও একাধিক নিয়ম বিধি আরোপ করেছে কমিশন। প্রার্থীদের উদ্দেশ্যে জারি করা ওই নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও প্রার্থীর প্রচারে টোটো বা ই-রিক্সা ব্যবহার করা হলে সংশ্লিষ্ট প্রার্থীকে আগে থেকে রিটার্নিং অফিসারের কাছে তার বিস্তারিত তথ্য জানাতে হবে। কত গুলি টোটো কোন এলাকায় কীভাবে প্রচারের কাজে ব্যবহার করা হবে তার পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে প্রার্থীকে। এছাড়াও নির্দেশিকায় কমিশন জানিয়েছে, কোনও পারমিটহীন বা অনুমোদনহীন টোটো প্রচারের কাজে ব্যবহার করা যাবে না।

এরই পাশাপাশি,পুর এলাকায় প্রচারে টোটো ব্যবহার হলে সেই টোটোকে সংশ্লিষ্ট পুরসভা থেকে অনুমোদন প্রাপ্ত হতে হবে। পঞ্চায়েত এলাকায় টোটোর ব্যবহার হলে সেই টোটো চালককে আগে থেকে রিটার্নিং অফিসারের কাছ থেকে পারমিট সংগ্রহ করতে হবে বলেও ওই নির্দেশে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কমিশন জানিয়েছে, কোনও টোটো স্বেচ্ছায় কোনও রাজনৈতিক দলের পোস্টার লাগিয়ে যাত্রী বহনের কাজ করতেই পারে, সেক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। তবে প্রচারের কাজে ব্যবহার হলেই টোটো চালককে আলাদা করে পারমিট সংগ্রহ করতে হবে।

 

Related articles

এসআইআর আতঙ্কে তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ! হাওড়ায় অসুস্থ বিএলও

এসআইআর সংক্রান্ত চাপে একই দিনে দুটি মর্মান্তিক ঘটনা ঘটল রাজ্যে। কোচবিহারের তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী হলেন এক গৃহবধূ, অন্যদিকে...

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...
Exit mobile version