Wednesday, May 7, 2025

TMC-র বিরুদ্ধে অ্যালকেমিস্ট-‘চক্রান্ত’ ED-র! ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিঠুনকে প্রশ্ন করুন: খোঁচা কুণালের

Date:

লোকসভা নির্বাচন এগিয়ে এলেই বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা বেড়ে যায় বিজেপির। সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে একটি পোস্টে জানানো হয়, দিল্লির আঞ্চলিক দফতর তৃণমূলের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) তীব্র কটাক্ষ করে বলেন, মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। বিষয়টি তিনিই ভালো বলতে পারবেন।

এদিন বিকেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের এক্স হ্যান্ডেলে (X Handle) লেখে, তৃণমূল কংগ্রেসের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অ্যালকেমিস্ট গ্রুপের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে তদন্তের সূত্রেই ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে লেনদেন হওয়া টাকা আপাতত বাজেয়াপ্ত করা হয়েছে।

এর প্রেক্ষিতে কুণালকে (Kunal Ghosh) প্রশ্ন করা হলে তিনি বলেন, অ্যালকেমিস্ট গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই বিষয়ে কাকে কী টাকা দেওয়া হয়েছে, সেটা তিনি ভালো বলতে পারবেন। তদন্তকারী সংস্থার উচিৎ এই বিষয়ে বিজেপি নেতা মিঠুনকে জিজ্ঞাসাবাদ করা।

ED অভিযোগ, ২০১৪ সালের ভোট প্রচারের সময় অ্য়ালকেমিস্টের তরফে তৃণমূলের কিছু প্রচারের বিল মেটানো হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে, অ্যালকেমিস্ট গ্রুপের যত টাকা লেনদেন নিয়ে অভিযোগ উঠছে, তার মধ্যে এই পরিমাণ খুব সামান্য। তাহলে বাকি টাকা কাদের সঙ্গে লেনদেন হয়েছে, সেটা জানানো হচ্ছে না কেন? কেন ইডি বেছে বেছে শুধু তৃণমূলের কথাই ফলাও করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করছে? এইসব নিয়ে অবশ্য কিছু জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।




Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version