২০২৩ একদিনের বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে মহম্মদ শামি। সদ্য অস্ত্রোপচার হয়েছে গোড়ালির চোট। সূত্রের খবর, আইপিএল খেলতে পারবেন না তিনি। আর এরপরই প্রশ্ন ওঠে আসন্ন টি-২০ বিশ্বকাপে কি খেলবেন শামি? আর এই নিয়ে মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ। আর জয় শাহ-এর কথায় স্পষ্ট টি-২০ বিশ্বকাপে সম্ভবত নেই শামি।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জয় শাহ বলেন, “শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ও ফিরতে পারে।” আসন্ন টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা জুন মাসে। বোর্ড সচিবের কথা অনুযায়ী, বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই শামির।

এদিকে চোট পাওয়া আর এক ক্রিকেটার কেএল রাহুলকে নিয়ে মুখ খোলেন বোর্ড সচিব। তিনি বলেন, “রাহুলের একটা ইঞ্জেকশনের দরকার ছিল। ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিরে রিহ্যাব শুরু করেছে।”

আরও পড়ুন- কতটা ফিট পন্থ, খেলবেন কি আইপিএল-টি-২০ বিশ্বকাপ? মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ
