Monday, August 25, 2025

মঙ্গলে উত্তর চব্বিশ পরগনা থেকে উত্তরবঙ্গ: সফরে একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রীর

Date:

লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে তিনি যাবেন উত্তর ২৪ পরগনার হাবড়ায়। সেখানে জনসভা করবেন। বিকেলে তিনি রওনা দেবেন জলপাইগুড়ি (Jalpaiguri)।

ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা হয়। হাবড়ায় মঙ্গলবার হাই ভোল্টেজ সভা। বাণীপুর আম্বেদকর স্পোর্টস অ্যাকাডেমির মাঠে জনসভার প্রস্তুতির পরিদর্শনে সোমবার যান বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ সাহা-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। মঙ্গলবার আকাশ পথে সাড়ে এগারোটা নাগাদ হাবড়া পৌঁছবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রথমে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। সরকারি অনুষ্ঠান শেষ করে তিনি সভা করবেন। এই সভা থেকে তিনি লোকসভা নির্বাচনে আগে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে তৃণমূল নেতাকর্মীরা।

এই প্রসঙ্গে নারায়ণ গোস্বামী বলেন, জেলার মানুষদের জন্য পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। তারপর সভা। নির্মল ঘোষ বলেন, সভায় কয়েক লক্ষ মানুষ আসবেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাবেন জলপাইগুড়ি। রাতে থাকবেন ফুলবাড়ির উত্তরকন্যায়। ১৩ মার্চ উত্তরকন্যার কাছে ফুলবাড়ির ভিডিওকন ময়দানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা। একগুচ্ছ সরকারি পরিষেবা হাতে তুলে দেবেন তিনি। এর মধ্যে যেমন রয়েছে, কাওয়াখালিতে ইডব্লুএস-এর ফ্ল্যাটের কাগজপত্র। পাশাপাশি, শিলিগুড়ি, জলপাইগুড়ি উন্নয়নকর্তৃপক্ষ, জনস্বাস্থ্য কারিগরি দফতর ও আরও কিছু সরকারি পরিষেবাও প্রধান করবেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে কী বার্তা তৃণমূল সুপ্রিমোর সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version