ভয়াবহ বন্যা-ভূমিধস ইন্দোনেশিয়ায়, মৃত ২৬, নিখোঁজ বহু

পশ্চিম সুমাত্রা প্রদেশে ৩৭ হাজারেরও বেশি বাড়িঘর তলিয়ে গিয়েছে

বন্যায় বিধ্বস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। প্রবল বৃষ্টিপাতের কারণে ভয়াবহ আকার নিয়েছে ভূমিধস। বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৬ জনের। পশ্চিম সুমাত্রা প্রদেশের পেসিসির সেলাতান রিজেন্সিতে বন্যা-ভূমিধসের জেরে প্রায় ৪৬ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়স্থলে সরিয়ে নিয়ে যায় প্রশাসন। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১১ জন।

বন্যা-দুর্যোগের কারণে উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে বলেই খবর। সোমবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ত্রাণ দেওয়ার কাজ চলছে। বিদ্যুৎ বিভ্রাট, ক্ষতিগ্রস্ত সেতু এবং বৃষ্টি- কাদা এবং ধ্বংসাবশেষের কারণে রাস্তাঘাট অবরুদ্ধ ফলে উদ্ধারকাজে সমস্যা দেখা দিচ্ছে। পশ্চিম সুমাত্রা প্রদেশে ৩৭ হাজারেরও বেশি বাড়িঘর তলিয়ে গিয়েছে। আকস্মিক বন্যায় কমপক্ষে ৬৬৬টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গিয়েছে, বন্যাযর জেরে ২৬টি সেতু, ৪৫টি মসজিদ ও ২৫টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩টি রাস্তা, ২টি সেচ ব্যবস্থার ইউনিট ধ্বংস হয়ে গিয়েছে। একইসঙ্গে ১১৩ হেক্টর ধানের ক্ষেত নষ্ট হয়েছে।

 

Previous articleকয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি! সোমেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের
Next articleফের শহরে বেপরোয়া গাড়ির তাণ্ডব! ডিভাইডারে ধাক্কা মেরে উধাও চালক