Thursday, August 21, 2025

রবিবারই ব্রিগেডের (Brigade) জনগর্জন সভা (Jana Garjan) থেকে ৪২ আসনে প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। আর তার কিছু সময় পর রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (Sayantika Banerjee) নিয়ে শুরু নয়া জল্পনা। একটি চিঠি (Letter) ঘিরে সেই জল্পনাই প্রকট হচ্ছে। তবে কী সত্যিই তিনি পদত্যাগ (Resign) করলেন? তা এখনও স্পষ্ট নয়। যদিও চিঠি সামনে আসলেও সায়ন্তিকার সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। পাশাপাশি চিঠিটি যে তাঁর নয় সেবিষয়ে কোনও প্রতিবাদপত্রও পাঠাননি সায়ন্তিকা। ফলে দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে তাঁর ইস্তফা দেওয়া নিয়ে শুরু জোর জল্পনা।

তবে শোনা যাচ্ছে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে নাকি পদত্যাগ পত্র পাঠিয়েছেন এই তারকা-নেত্রী। এমনও শোনা যাচ্ছে সোমবারই সায়ন্তিকা মঞ্জুষার ডিরেক্টর ও রাজ্য পর্যটন দফতরের ভাইস চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন। সোমবারই হয়ত এই পদ থেকে সরে দাঁড়াতে পারেন তিনি। তবে সায়ন্তিকার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। তবে চিঠিতে সায়ন্তিকা সাফ জানিয়েছেন ব্যক্তিগত কারণেই নাকি তাঁর এমন সিদ্ধান্ত। তবে ইস্তফাপত্রে তারিখের পাশাপাশি কোনও সই নেই। আর তা নিয়েই শুরু গুঞ্জন। তবে চিঠির শুরুতেই জনগর্জন সভার সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি লেখা হয়েছে, আমি গত ৩ বছর ধরে দলের সামগ্রিক রাজনৈতিক প্রতিবাদী ও উন্নয়ন কর্মসূচির সঙ্গে সামগ্রিকভাবে জড়িত ছিলাম। দলের সুনির্দিষ্ট পার্টিলাইন মেনে সমস্ত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছি। এই পর্যায়ে আমি দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি। ২০২১ সালের বিধানসভা ভোটে বাঁকুড়া থেকে তৃণমূলের প্রার্থী হন সায়ন্তিকা।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version