Tuesday, November 4, 2025

রাজনীতিকে ‘আলবিদা’ সায়ন্তিকার? ভাইরাল চিঠি ঘিরে জল্পনা তুঙ্গে

Date:

রবিবারই ব্রিগেডের (Brigade) জনগর্জন সভা (Jana Garjan) থেকে ৪২ আসনে প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। আর তার কিছু সময় পর রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (Sayantika Banerjee) নিয়ে শুরু নয়া জল্পনা। একটি চিঠি (Letter) ঘিরে সেই জল্পনাই প্রকট হচ্ছে। তবে কী সত্যিই তিনি পদত্যাগ (Resign) করলেন? তা এখনও স্পষ্ট নয়। যদিও চিঠি সামনে আসলেও সায়ন্তিকার সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। পাশাপাশি চিঠিটি যে তাঁর নয় সেবিষয়ে কোনও প্রতিবাদপত্রও পাঠাননি সায়ন্তিকা। ফলে দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে তাঁর ইস্তফা দেওয়া নিয়ে শুরু জোর জল্পনা।

তবে শোনা যাচ্ছে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে নাকি পদত্যাগ পত্র পাঠিয়েছেন এই তারকা-নেত্রী। এমনও শোনা যাচ্ছে সোমবারই সায়ন্তিকা মঞ্জুষার ডিরেক্টর ও রাজ্য পর্যটন দফতরের ভাইস চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন। সোমবারই হয়ত এই পদ থেকে সরে দাঁড়াতে পারেন তিনি। তবে সায়ন্তিকার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। তবে চিঠিতে সায়ন্তিকা সাফ জানিয়েছেন ব্যক্তিগত কারণেই নাকি তাঁর এমন সিদ্ধান্ত। তবে ইস্তফাপত্রে তারিখের পাশাপাশি কোনও সই নেই। আর তা নিয়েই শুরু গুঞ্জন। তবে চিঠির শুরুতেই জনগর্জন সভার সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি লেখা হয়েছে, আমি গত ৩ বছর ধরে দলের সামগ্রিক রাজনৈতিক প্রতিবাদী ও উন্নয়ন কর্মসূচির সঙ্গে সামগ্রিকভাবে জড়িত ছিলাম। দলের সুনির্দিষ্ট পার্টিলাইন মেনে সমস্ত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছি। এই পর্যায়ে আমি দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি। ২০২১ সালের বিধানসভা ভোটে বাঁকুড়া থেকে তৃণমূলের প্রার্থী হন সায়ন্তিকা।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version