Saturday, July 5, 2025

রবিবারই ব্রিগেডের (Brigade) জনগর্জন সভা (Jana Garjan) থেকে ৪২ আসনে প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। আর তার কিছু সময় পর রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (Sayantika Banerjee) নিয়ে শুরু নয়া জল্পনা। একটি চিঠি (Letter) ঘিরে সেই জল্পনাই প্রকট হচ্ছে। তবে কী সত্যিই তিনি পদত্যাগ (Resign) করলেন? তা এখনও স্পষ্ট নয়। যদিও চিঠি সামনে আসলেও সায়ন্তিকার সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। পাশাপাশি চিঠিটি যে তাঁর নয় সেবিষয়ে কোনও প্রতিবাদপত্রও পাঠাননি সায়ন্তিকা। ফলে দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে তাঁর ইস্তফা দেওয়া নিয়ে শুরু জোর জল্পনা।

তবে শোনা যাচ্ছে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে নাকি পদত্যাগ পত্র পাঠিয়েছেন এই তারকা-নেত্রী। এমনও শোনা যাচ্ছে সোমবারই সায়ন্তিকা মঞ্জুষার ডিরেক্টর ও রাজ্য পর্যটন দফতরের ভাইস চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন। সোমবারই হয়ত এই পদ থেকে সরে দাঁড়াতে পারেন তিনি। তবে সায়ন্তিকার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। তবে চিঠিতে সায়ন্তিকা সাফ জানিয়েছেন ব্যক্তিগত কারণেই নাকি তাঁর এমন সিদ্ধান্ত। তবে ইস্তফাপত্রে তারিখের পাশাপাশি কোনও সই নেই। আর তা নিয়েই শুরু গুঞ্জন। তবে চিঠির শুরুতেই জনগর্জন সভার সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি লেখা হয়েছে, আমি গত ৩ বছর ধরে দলের সামগ্রিক রাজনৈতিক প্রতিবাদী ও উন্নয়ন কর্মসূচির সঙ্গে সামগ্রিকভাবে জড়িত ছিলাম। দলের সুনির্দিষ্ট পার্টিলাইন মেনে সমস্ত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছি। এই পর্যায়ে আমি দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি। ২০২১ সালের বিধানসভা ভোটে বাঁকুড়া থেকে তৃণমূলের প্রার্থী হন সায়ন্তিকা।

 

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version