Monday, November 17, 2025

রোড শো দিয়ে ঘাটালে প্রচার শুরু করবেন দেব, জবাব দেবেন হিরণকেও

Date:

প্রাথমিক টানাপোড়েন শেষে ঘাটালে দেবই ফের আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। গত রবিবার ব্রিগেডের জনগর্জনের মধ্যেই ঘাটাল থেকে ফের একবার দলের প্রার্থী হিসেবে অভিনেতা দেবের নাম ঘোষণা করা হয়েছে। যদিও ওইদিন মঞ্চে তৃণমূলের ৪১ জন প্রার্থী থাকলেও, বিশেষ কারণে হাজির ছিলেন না দেব। এদিকে নাম ঘোষণার পর থেকেই ঘাটালের বিভিন্ন প্রান্তে দেবের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

এ বার লোকসভায় ঘাটাল কেন্দ্রে দুই তারকা অভিনেতার লড়াই। তৃণমূলের দেব বনাম বিজেপির হিরণ। বিজেপির তারকা প্রার্থী অনেক আগে থেকেই প্রচারে নেমে পড়েছেন। দেব এখনও ঘাটালে যাননি। যদিও গত দু’বারের সাংসদ হিসবে ঘাটাল তাঁর হাতের তালুর মতো নেতা।

এদিকে তৃণমূলের তরফে জানানো হয়েছে আর অপেক্ষা নয়, আগামী ১৪ মার্চ বৃহস্পতিবার ঘাটালে পুরোদমে প্রচার শুরু করে দেবেন দেব। এখনও পর্যন্ত ঠিক আছে, এই পর্বে টানা তিনদিন প্রচারে ঝড় তুলবেন তিনি। বিকেল চারটে ঘাটাল পার্টি অফিস থেকে রোড-শো করে বিদ্যাসাগর মোড় পর্যন্ত যাবেন তৃণমূলের তারকা প্রার্থী। তারপর একটি সাংবাদিক বৈঠক করবেন। যেখানে বিজেপি প্রার্থী হিরণের কটাক্ষের জবাব দিতে পারেন তিনি। এছাড়াও লোকসভা এলাকার বিভিন্ন ব্লকে যাওয়ার কথা তাঁর।

জেলা তৃণমূল সূত্রে খবর, দেব এ বার নির্বাচনের সময় ঘাটাল শহরে থাকছেন না। ঘাটাল শহর থেকে ৬ কিলোমিটার দূরে খড়ার পুর এলাকার দলপতিপুরে সাংসদের জন্য একটি বেসরকারি গেস্ট হাউস ঠিক করেছে তৃণমূল। এই এলাকাটি ঘাটালের উত্তর দিক। এমনিতে খড়ার লাগোয়া ওই অঞ্চলগুলি তৃণমূল সাংগাঠনিক ভাবে কিছুটা দুর্বল। কী ক্ষোভ রয়েছে মানুষের মনে, সেই উত্তর পেতে তাই উত্তর অংশ দিয়েই প্রচার শুরু করছেন দেব। দলীয় কর্মীদের উজ্জীবিত করতে তারকা প্রার্থী বৈঠক করবেন বলে খবর।

আরও পড়ুন- চাপের মুখে ইলেক্টোরাল বন্ডের নথি পেশ SBI-এর, আটকাতে নির্লজ্জ চাল বিজেপির

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version