Saturday, December 20, 2025

দাবি ১২ আসন, যাদবপুরে দাঁড়াতে চান নওশাদ!আইএসএফ-কে নিয়ে বিড়াম্বনায় বাম-কংগ্রেস

Date:

Share post:

রাজ্যের ৪২টি আসন নিয়ে বাম-কংগ্রেস জোটের প্রক্রিয়া শুরু হয়েছে। দুই দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে দ্রুত আলোচনার মাধ্যমে আসন রফা চূড়ান্ত করতে বলেছে। পাশাপাশি একুশের বিধানসভা ভোটের মতই লোকসভাতেও আইএসএফ-কে নিয়ে জোট গড়তে চায় বাম-কংগ্রেস।

তবে এ ই জোটে জট পাকিয়েছে আইএসএফ! সূত্রের খবর, ১২টি আসন দাবি করা হয়েছে নওশাদ সিদ্দিকির দলের তরফে। তার মধ্যে রয়েছে যাদবপুরের মতো হাইভোল্টেজ আসন। যেখানে নওশাদ নিজে প্রার্থী হতে চান বলে আলিমুদ্দিনকে জানিয়ে দিয়েছেন। এই কেন্দ্রের মধ্যেই পড়ে ভাঙ্গড় বিধানসভা। যেখানকার জনপ্রিয় বিধায়ক নওশাদ। কিন্তু সিপিএম কোনও মতেই যাদবপুর আসন ছাড়তে নারাজ। ফলে নওশাদকে নিয়ে বেজায় বিড়ম্বনায় পড়েছে সিপিএম।

যাদবপুর লোকসভা একসময় লাল দুর্গ ছিল। এই কেন্দ্র থেকেই জিতেছিলেন সিপিএমের হেভিওয়েট প্রার্থীরা। এই তালিকায় ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, মালিনী ভট্টাচার্য ও সুজন চক্রবর্তীর নেতা। এবার যাদবপুরে ছাত্র নেতা সৃজন ভট্টাচার্যর কথা ভেবে রেখেছে সিপিএম। তাই কোনওভাবেই যাদবপুরে আইএসএফ-এর সঙ্গে সমঝোতা করতে নারাজ সিপিএম। নওশাদ যদি ডায়মন্ড হারবারে দাঁড়াতে চান, তাঁকে ওই কেন্দ্রে সর্বশক্তি দিয়ে সমর্থন করবে বামেরা। কিন্তু নওশাদ বুঝে গিয়েছে, ডায়মন্ড হারবারে দাঁড়ালে হার তাঁর সঙ্গী হবে।

আরও পড়ুন- লকেট-জগন্নাথ-সুভাষদের পর প্রিয়া, প্রার্থী নিয়ে ক্ষোভ বাড়ছে বিজেপির অন্দরে!



 

spot_img

Related articles

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...