Friday, January 30, 2026

ভোটের জন্য CAA, এটা রাজনৈতিক ধাপ্পা: বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

বিজেপি ভোটের জন্য করেছে। এটা রাজনৈতিক ধাপ্পা। বুধবার, শিলিগুড়ির সরকারি পরিষেবা অনুষ্ঠান থেকে সিএএ নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, নির্বাচনের আগে মানুষকে ধোঁকা দিতেই কেন্দ্রীয় সরকার সিএএ চালু করেছে। এটা ড্রাকোনিয়ান।

মুখ্যমন্ত্রী বলেন, “এটা ভোটের জন্য করেছে। এটা জাস্ট একটা ছাপ্পা, একটা ধাপ্পা, আর লুডোর ছক্কা। এটা দেখিয়ে যদি দুটো আসন পাওয়া যায়, আর ভোটে জেতা যায় তাই এটা করেছে। কিন্তু মানুষের অধিকার আমরা কেড়ে নিতে দেব না। কিছুদিন আগে আধার কার্ড বাতিল করবে বলেও বলেছিল। বলেছিলাম আধার কার্ড বাতিল করলে আমরা নতুন কিছু চালু করে দেব। আর এখন ওরা বলছে ক্যা চালু হলে কোনও কিছু করা হবে না। কিন্তু আইনে নেই। তাই আমি মনে করছি সিএএ একটি পলিটিক্যাল গিমিক। এর সঙ্গে এনআরসির সম্পর্ক আছে।“

CAA প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। ক্ষুব্ধ মমতা (Mamata Banerjee) জানান, “মুসলিম সমাজকে বাদ দিয়ে দিয়েছে তারা। বিজেপি হিন্দু-হিন্দু বলে। আসলে তারা সেই হিন্দু নয়। নতুন করে হিন্দু ধর্ম করছে। মানুষকে অসম্মান করছে। আপিল করলেই সব কেড়ে নেবে। ২০২০ সালে ক্যা চালু করেছিল। আসামে ১৯ লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পে চলে গেছিল। এর মধ্যে প্রচুর সংখ্যালঘু ও গোর্খা ভাই-বোনেরাও ছিল। হঠাৎ করে নির্বাচনের আগে চার বছর পর কেন চালু করল। আসলে নির্বাচনের আগে মানুষকে বোকা বানানোই তাদের উদ্দেশ্য।“

এদিন শিলিগুড়ির উত্তরকন্যায় একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে উৎসধারা প্রকল্পের আওতায় ৪২২ জনকে ফ্ল্যাট দেওয়া হয়। মঞ্চেই ২০ জনের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেন মুখমন্ত্রী। চা-বাগানের ৫০০ জন শ্রমিককে জমির পাট্টা দেওয়া হয়। এঁদের মধ্যে মঞ্চেই ২০ জনের হাতে পাট্টা তুলে দেন। এঁদের ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে বাড়ি বানানোর জন্য। এ-ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট ৩৫টি প্রকল্পের উদ্বোধন করেন যার অর্থমূল্য ১৫৩ কোটি ৫৬ লক্ষ টাকা। শিলান্যাস করেন ৪৩টা প্রকল্পের যার অর্থমূল্য ১৭৭ কোটি ৪৬ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী বলেন, সাড়ে তিন লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন এখানে।




spot_img

Related articles

ভোটারদের শুনানি নথি আপলোডে ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO...

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...