Thursday, August 28, 2025

আইপিএলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।আর কয়েক দিন পর শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।দেশের ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারে ঠাসা আইপিএলের  ১০ ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি ওয়াসিম আক্রম জানিয়েছেন, প্রায় দেড় কোটি টাকার জন্য বিয়ে পিছিয়ে দিয়েছেন আইপিএলে খেলা এক তারকা ক্রিকেটার।নিশ্চয়ই ভাবছেন কে তিনি? আর তাঁকে এই টাকার টোপই বা দিলেন কে?

প্রাক্তন পাক তারকা পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচের শেষে জানিয়েছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য প্রচুর অর্থ পেয়েছেন প্রোটিয়া তারকা ক্রিকেটার ডেভিড মিলার। যার ফলে তিনি নাকি নিজের বিয়ে পিছিয়ে দিয়েছিলেন। সম্প্রতি কেপ টাউনে দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ডেভিড মিলার। পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচের শেষে ‘দ্য প্যাভিলিয়ন শো’-তে আক্রম বলেন, ‘আমরা এখানে বিপিএলে কারা চ্যাম্পিয়ন হয়েছে তা নিয়ে আলোচনা করছিলাম। এখানে তো পিএসএল নিয়ে ছাড়া আলোচনা হয় না। আমরা জানতে পেরেছি ডেভিড মিলার দেড় লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় দেড় কোটির মতো) পেয়েছে তিন ম্যাচের জন্য। ও তিনটে ম্যাচ খেলতে বাংলাদেশে গিয়েছিল। তিনটে ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে এবং ট্রফি জিতেছে। তারপর বাড়ি ফিরেছিল। ওখানে খেলার জন্য ও নিজের বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছিল।’

এ বারের বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। সেই টিমের সদস্য দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। তিনি আইপিএলে খেলেন গুজরাট টাইটান্সে। আর কয়েকদিন পর তাঁকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে। ২০১২ সাল থেকে আইপিএলে খেলছেন মিলার। গত মরসুমে গুজরাট টাইটান্সের হয়ে ১৬টি ম্যাচ খেলেছিলেন প্রোটিয়া তারকা। তাতে ২৫৯ রান করেছিলেন। এ বার দেখার নতুন মরসুমের আইপিএলে তিনি কেমন খেলেন।

 

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version