মহিষাদল রাজবাড়িতে (Mahishadol Rajbati) মারাত্মক কাণ্ড। কুলদেবতা গোপাল জিউর মন্দিরে চুরি। রাতের অন্ধকারে দরজা ভেঙে চুরি করা হল বিগ্রহের সোনা রুপোর গয়না। সঙ্গে প্রণামী বাক্সের টাকা নিয়েও চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। রাজবাড়ির তরফে জানানো হয়েছে, বিগ্রহের মাথার মুকুট, হাতের বাঁশি, গলার হার সহ একাধিক গয়না চুরি গেছে। পাঁচিল টপকে দুষ্কৃতীরা প্রবেশ করেছিল বলে স্থানীয়দের অনুমান। ঘটনাস্থলে পৌঁছে মহিষাদল থানার পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে।
